Indian Shoe Sizing System Bha: জুতো কিনুন ভারতীয় মাপে!

Indian Shoe Sizing System: আপাতত যেটুকু জানা যাচ্ছে নতুন সিস্টেমে ১ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত জুতোর সাতটা সাইজ থাকবে। তারপর থাকবে ৮ নম্বর সাইজ। কোনও হাফ সাইজ থাকবে না। বলা হচ্ছে ইন্ডিয়ান footwear sizing system-এ জুতো তৈরি হলে তা ৮৫ শতাংশ ভারতীয়র পায়েই ১০০ শতাংশ ফিট করবে।

Indian Shoe Sizing System Bha: জুতো কিনুন ভারতীয় মাপে!
| Edited By: | Updated on: Apr 26, 2024 | 8:25 PM

আমরা সবাই আমাদের পায়ের মাপ জানি। কিন্তু একই সাইজের সব জুতো আমাদের পায়ে সমান ফিট করে না। কেনার সময় ঠিকমতো দেখে না নিলে পরে পস্তাতে হয়। এমন সমস্যায় আমরা কখনও না কখনও সবাই পড়েছি। এই সমস্যাটা হয় তার বড় কারণ হল ভারতে যে footwear sizing system মেনে চলা হয় তা আমেরিকান অথবা ইউরোপিয়ান সিস্টেম। অথচ বিভিন্ন বয়সের ভারতীয়দের পায়ের গঠন একজন গড়পড়তা ইউরোপিয়ান বা আমেরিকানের চেয়ে আলাদা। সমস্যার সমাধানে সম্প্রতি দেশের আশিটা জায়গায় নানা বয়সের ১ লক্ষ ভারতীয়র পায়ের গঠন থ্রিডি স্ক্যান করে পরীক্ষা করা হয়। তাতে দেখা গেছে আমেরিকান বা ইউরোপিয়ানদের চেয়ে ভারতীয়দের পায়ের পাতা চওড়া। এই কারণে বহুক্ষেত্রেই আমাদের জুতো হয় বড় হয়ে যায়। না হলে পায়ে টাইট হয়ে যায়। সমীক্ষায় এই রেজাল্ট দেখা যাওয়ায় ঠিক হয়েছে এবার থেকে আমাদের দেশে আর ইউরোপিয়ান বা আমেরিকান footwear sizing system অনুসরণ করা হবে না। বদলে তৈরি করা হবে ইন্ডিয়ান footwear sizing system. যার নাম দেওয়া হয়েছে ভারতের ভা। আপাতত যেটুকু জানা যাচ্ছে নতুন সিস্টেমে ১ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত জুতোর সাতটা সাইজ থাকবে। তারপর থাকবে ৮ নম্বর সাইজ। কোনও হাফ সাইজ থাকবে না। বলা হচ্ছে ইন্ডিয়ান footwear sizing system-এ জুতো তৈরি হলে তা ৮৫ শতাংশ ভারতীয়র পায়েই ১০০ শতাংশ ফিট করবে।

Follow Us: