Twitter Interesting Facts: রোজ কত টুইট পড়তে পারবেন জানেন?

Twitter Interesting Facts: রোজ কত টুইট পড়তে পারবেন জানেন?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jul 06, 2023 | 6:23 PM

রোজ ৬০০টি পোস্ট পড়া যাবে, যাঁদের আন-ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট আছে। যাঁদের টুইটার অ্যাকাউন্ট একদম নতুন,তাঁরা রোজ ৩০০টি টুইট পড়তে পারবেন। ইলন মাস্ক আরও জানিয়েছেন, কিছু দিনের মধ্যে দৈনিক টুইট পড়ার সংখ্যা বাড়ানো হবে। রোজ ৮ হাজার পোস্ট পড়া যাবে, যাঁদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট আছে

টুইটারে বদল আসছে। সারা দিনে টুইট পড়ার সংখ্যাও নির্দিষ্ট করল টুইটার সংস্থা। ইলন মাস্ক জানিয়েছেন, রোজ ৬ হাজার পোস্ট পড়া যাবে, যাঁদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট আছে । রোজ ৬০০টি পোস্ট পড়া যাবে, যাঁদের আন-ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট আছে। যাঁদের টুইটার অ্যাকাউন্ট একদম নতুন,তাঁরা রোজ ৩০০টি টুইট পড়তে পারবেন। ইলন মাস্ক আরও জানিয়েছেন, কিছু দিনের মধ্যে দৈনিক টুইট পড়ার সংখ্যা বাড়ানো হবে। রোজ ৮ হাজার পোস্ট পড়া যাবে, যাঁদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট আছে । রোজ ৮০০টি পোস্ট পড়া যাবে, যাঁদের আন-ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট আছে। যাঁদের টুইটার অ্যাকাউন্ট একদম নতুন,তাঁরা রোজ ৪০০টি টুইট পড়তে পারবেন।
কিন্তু কবে থেকে এই নিয়ম চালু হবে তা এখনও জানা যায়নি। অনেক টুইটার ব্যবহারকারী এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন।