Richness Index: কত টাকা থাকলে তবে বড়লোক বলা যায়?

Richness Index: কত টাকা থাকলে তবে বড়লোক বলা যায়?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 24, 2023 | 7:36 PM

কত টাকা থাকলে আপনি ধনী, জানেন? কতটা টাকা থাকলে আপনাকে বড়লোক বলা হবে? তার জন্যও রয়েছে একটা মাপকাঠি। বিশ্ব রিয়েল এস্টেট কনসালটেন্সি নাইট ফ্রাঙ্কের ওয়েলথ রিপোর্ট বলছে সেই মাপকাঠি।

কত টাকা থাকলে আপনি ধনী, জানেন? কতটা টাকা থাকলে আপনাকে বড়লোক বলা হবে? তার জন্যও রয়েছে একটা মাপকাঠি। বিশ্ব রিয়েল এস্টেট কনসালটেন্সি নাইট ফ্রাঙ্কের ওয়েলথ রিপোর্ট বলছে সেই মাপকাঠি। ধনী মানুষের দ্য ১% ক্লাবে যোগ দিতে থাকতে হবে অন্তত আট অঙ্কের অর্থ। ভারতের নিরিখে এই ক্লাবে ঢোকার জন্য থাকতে হবে অন্তত 1 কোটি 44 লাখ টাকা। তালিকায় ভারতের স্থান ২২এ। প্রথম পাঁচে আছে মোনাকো, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আমেরিকা। ভারতের ঠিক আগে রয়েছে মেক্সিকো, ব্রাজিল, মালয়েশিয়া, রোমানিয়া আর সৌদি আরব। সবচেয়ে ধনী মানুষের বাস ইউরোপে, তারপর অস্ট্রেলেশিয়া, উত্তর আমেরিকা, এশিয়া এবং মধ্য প্রাচ্য। দ্য ওয়েলথ রিপোর্ট অনুযায়ী গত বছর দেশে ধনীর সংখ্যা কমেছে ১২,০৬৯ জন। পরের ৫ বছরে এই সংখ্যা ১৯,১১৯ এ বাড়তে পারে। ২০২১ এ ভারতে বিলিয়নেয়ারের সংখ্যা ছিল ১৪৫ । ২০২২এ সেই সংখ্যা হয় ১৬৫। ২০২১এ বড়লোকের সংখ্যা বাড়ে ৯% । ২০২২এ বড়লোকের সংখ্যা কমে ৮% । দুনিয়া জুড়ে আর্থিক মন্দা এবং দুনিয়া জোড়া রাজনৈতিক অনিশ্চয়তায় এই প্রভাব। এমনই মনে করছেন অর্থনীতিবিদরা।