AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IRCTC News:  কীভাবে বুক করবেন আস্ত ১টা ট্রেন?

IRCTC News: কীভাবে বুক করবেন আস্ত ১টা ট্রেন?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 17, 2023 | 4:51 PM

Share

বিয়ে,পারিবারিক ট্যুর, স্কুল ও কলেজের এক্সকারশনে একসঙ্গে অনেক টিকিট বুক করতে হয়। অফিসের সহকর্মীরা একসঙ্গে বেড়াতে গেলেও তাই। সেক্ষেত্রে ভারতীয় রেলে পুরো একটা বগি বুক করে নেওয়া যায়।

বিয়ে,পারিবারিক ট্যুর, স্কুল ও কলেজের এক্সকারশনে একসঙ্গে অনেক টিকিট বুক করতে হয়। অফিসের সহকর্মীরা একসঙ্গে বেড়াতে গেলেও তাই। সেক্ষেত্রে ভারতীয় রেলে পুরো একটা বগি বুক করে নেওয়া যায়। এই পরিষেবার নাম FTR বা ফুল ট্যারিফ রেট। যে কোনও ট্রেনের অরিজিনেটিং স্টেশন থেকে এই বুকিং করা যায়। এই বুকিং ৩০ দিন আগে অনলাইনে করা যায়। যাত্রা শুরুর কমপক্ষে ৬দিন আগে কোচ বুক করতে হয়। প্রতি কোচ বুকিং krte খরচ ৫০,০০০ টাকা। সর্বাধিক ১০ টি কোচ বুক করতে পারেন একজন। কোনও যাত্রী গোটা একটা ট্রেনও বুক করতে পারেন। সেক্ষেত্রে ২৪টি কোচ বুক কর্যতে হবে। তারমধ্যে অবশ্যই ২টি স্লিপার কোচ থাকতে হবে। ৭ দিনের জন্য বুক করা যায় একটি ট্রেন। সেক্ষেত্রেও কোচ প্রতি ৫০,০০০ টাকা করে লাগে। জার্নি ৭ দিনের বেশি হলে কোচ প্রতি অতিরিক্ত ১০,০০০ টাকা করে লাগবে। ট্রেন, কোচ এবং স্যালন ৩ ধরনের বুকিং হয় আইআরসিটিসিতে। এই বুকিং বাতিল করলে সিকিউরিটি ডিপোজিটের ২% কেটে নেয় রেল। সেক্ষেত্রে ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে ক্যানসেল করতে হবে বুকিং।