Jawan Movie: ‘জওয়ান’-এ শাহরুখের পারিশ্রমিক ১০০ কোটি টাকা?
বাংলার বুকে এবার গভীর রাতে 'জওয়ান' শো। বৃহস্পতিবার অর্থাৎ ৭ সেপ্টেম্বর রাত ২:১৫ মিনিটে রায়গঞ্জের এক প্রেক্ষাগৃহে 'জওয়ান'-এর শো রাখা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন—ফার্স্ট শো রাত ২টো ১৫ মিনিটে। সূত্রের খবর, যেখানে ইতিমধ্যেই নাকি ৫০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
গভীর রাতে ‘জওয়ান’
বাংলার বুকে এবার গভীর রাতে ‘জওয়ান’ শো। বৃহস্পতিবার অর্থাৎ ৭ সেপ্টেম্বর রাত ২:১৫ মিনিটে রায়গঞ্জের এক প্রেক্ষাগৃহে ‘জওয়ান’-এর শো রাখা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন—ফার্স্ট শো রাত ২টো ১৫ মিনিটে। সূত্রের খবর, যেখানে ইতিমধ্যেই নাকি ৫০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
পুজো দিলেন ‘জওয়ান’
বৈষ্ণদেবীর পর এবার ভেঙ্কটেশ্বর মন্দিরে কিং খান। মঙ্গলবার সকালে মেয়ে সুহানা খান ও ‘জওয়ান’ ছবির নায়িকা নয়নতারাকে নিয়ে তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিলেন শাহরুখ খান। ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল।
অগ্রিম বুকিং
‘জওয়ান’ ছবি ইতিমধ্যেই ঘরে তুলে ফেলেছে মোটা টাকা। প্রায় সাড়ে সাত লাখ টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। ট্রেড অ্য়ানালিস্টদের ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয় তাহলে, ‘জওয়ান’ বলিউডের প্রথম দিনের আয়ের নিরিখে সর্বাধিক লাভের ইতিহাস গড়তে চলেছে। প্রায় ৭০ কোটি আয়ের সম্ভাবনা।
বাংলার বুকে শো
বাংলার বুকে দিন পিছু প্রায় ১১০০ টি ‘জওয়ান’-এর শো রাখা হয়েছে। অন্য দিকে, আগামী ১১ দিনের শোয়ের সংখ্যা ৮৮০০ বলেই সূত্রের খবর। যেখানে শোনা যাচ্ছে, প্রথম দিন বাদে বাকি ক্ষেত্রে গড়ে ৫০ থেকে ৬০ শতাংশ আসন ভর্তি হয়েছে এই উইকএন্ডে।
ওটিটি-তে কত আয় ‘জওয়ান’-এর?
ছবি মুক্তির আগেই আয় ২৫০ কোটি। শাহরুখ খানের চলতি বছরে দ্বিতীয় ছবি ‘জওয়ান’ মুক্তির অপেক্ষায়। তার আগেই ওটিটি প্ল্যাটফর্মে তা বিক্রি হয়ে গিয়েছে ২৫০ কোটি টাকায়। ছবি মুক্তির ঠিক ২ মাস পরই এক প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ় করবে ‘জওয়ান’।
বাংলার শহরতলিতে কেমন বিক্রি?
ঠাকুরপুকুর হয়ে রায়পুর নদী পেরিয়ে দক্ষিণ ২৪ পরগণায় অবস্থিত শিবপ্রসাদ ঘোষের হল ‘উমা টকিজ’। মোলায়েম রিক্লাইনার, ব্রেকের মাঝে ক্যারামেল পপকর্নের বালাই নেই সেখানে। নেই ক্রপ টপ আর রিপড জিনসের মানুষও। শিবপ্রসাদ TV9 বাংলাকে বলেছেন,”আমাদের অ্যাডভান্স বুকিং হয় না। তবে পোস্টার যখন পড়ছিল, লোকজন এসে শো-টাইম জেনে যাচ্ছিল। আশা করছি সব ভালই হবে।” শুধু ‘উমা’ই নয়, হুগলির শেওড়াফুলির ‘বাণীরূপা’র মালিক সুভাষ সেন, অথবা উত্তর ২৪ পরগণার ডানলপের ‘সোনালী’র মালিক দীপাঞ্জনের কণ্ঠেও ওই একই সুর।
প্রিয়া ভার্সেস এসভিএফ
বাংলায় এই ছবির ডিস্ট্রিবিউটর এসভিএফ। সূত্র জানাচ্ছে, এই মুহূর্তে সিঙ্গল স্ক্রিন ‘প্রিয়া’র মালিক অরিজিৎ দত্ত ও এসভিএফের মধ্যে এই ছবি নিয়েই চলছে এক ঠান্ডা লড়াই। প্রিয়াতে ওই ছবি আদপেও দেখানো হবে কি না, তা নিয়ে সন্দিহান দুই পক্ষই। অরিজিৎ অবশ্য জানিয়েছেন, এসভিএফের তরফে একটি টুইট করা হয়েছে। রিলিজের আগেই ছবি মুক্তি নিয়ে কোনও সদর্থক সিদ্ধান্তের দিকেই যাবেন তাঁরা, এমনটাই দাবি তাঁর।
শহরের সিঙ্গল স্ক্রিনে কেমন ব্যবসা?
এ শহরে শুরু হয়ে গিয়েছে ‘জওয়ান’ ছবির অগ্রিম বুকিং। যা বিক্রি হচ্ছে, তাতে বেজায় খুশি শহরের সিঙ্গল স্ক্রিনের মালিকেরা। অজন্তা সিনেমা হলের কর্ণধার শতদীপ সাহা TV9 বাংলাকে বলেছেন, “পাঠান-এর থেকে বিক্রি ভাল এবার। সকাল ছ’টায় শো টাইম রেখেছি। সেটাও প্রায় হাউজফুল। এই শো সুপারহিট।”
‘জওয়ান’ তারকাদের পারিশ্রমিক
হাইবাজেট ছবি, মাল্টিপল স্টারকাস্ট নিয়ে তৈরি ‘জওয়ান’-ছবিতে শাহরুখ খান থেকে শুরু করে নয়নতারা, দীপিকা পাড়ুকোন কত পারিশ্রমিক নিয়েছেন জানেন? সূত্র জানাচ্ছে, বিজয় সেতুপতি নিয়েছেন ২১ কোটি টাকা। নয়নতারা ১০ কোটি, দীপিকা পাড়ুকোন ৩০ কোটি। আর ও দিকে শাহরুখের পারিশ্রমিক নাকি ১০০ কোটি টাকা!