Black Water Benefits: ভাল এই কালা পানি
তৃষ্ণার্ত গর্ধব কালো জল দেখে ছিঃ ছিঃ বলে পান করতে চায়নি। কিন্তু এই কালো জল থেকে পাওয়া না জলের দরে। কারণ এর অনেক গুন। ২০২১এ কালো জলের বোতল হাতে ট্রোল হন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। গৌরি ছাড়াও বহু সেলেব্রেটি এই জল পান করেন।
তৃষ্ণার্ত গর্ধব কালো জল দেখে ছিঃ ছিঃ বলে পান করতে চায়নি। কিন্তু এই কালো জল থেকে পাওয়া না জলের দরে। কারণ এর অনেক গুন। ২০২১এ কালো জলের বোতল হাতে ট্রোল হন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। গৌরি ছাড়াও বহু সেলেব্রেটি এই জল পান করেন। বিরাট কোহলি থেকে মালাইকা আরোরা পান করেন কালো জল। অ্যালকালাইন ব্ল্যাক ওয়াটার নামেই পরিচিত এই জল।
এতে আছে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, পটাশিয়াম ও সোডিয়াম বাই কার্বনেট। দেহে খনিজের ভারসাম্য বজায় রাখে এই কালা পানি। বিপাক ত্বরান্বিত করে হজম সহজ করে কালো জল। এছাড়া গ্যাস ও অম্বল ও বদহজমের সমস্যা দুর করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, সুগার কমায় এই জল। এই জলের পিএইচ মাত্রা অনেকটাই বেশি। তাই মহিলাদের যোনিপথের পিএইচ ব্যালেন্স করতে সহায়ক এই কালো জল। অকাল বার্ধক্য প্রতিরোধ করে লাবণ্য ধরে রাখে এই কালো জল। এত গুন যে জলের তা তো মহার্ঘ্য হবেই। এই জলের প্রতি লিটারের দাম ১০০ টাকা। বিভিন্ন ব্র্যান্ড ও গুণগত এর মানের উপর নির্ভর করে দামের হেরফের হয়। কোনও কালো জল ৫০০ থেকে ১,০০০ টাকা লিটারেও বিক্রি হয়।