চরম আর্থিক সঙ্কটে ডুবেছে প্রতিবেশী দেশ পাকিস্তান। ভর্তুকিযুক্ত আটা পাওয়ার জন্য় সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে নাগরিকদের।এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার মূল্য আকাশ ছোঁয়া।এই পরিস্থিতিতে ঋণের জন্য আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের দিকে তাকিয়ে পাকিস্তান।এই পরিস্থিতি থেকে বাঁচার রাস্তা খুঁজছে প্রতিবেশী দেশ।প্রতি লিটার দুধের দাম পাকিস্তানি মুদ্রায় ১৯০ থেকে বেড়ে হয়েছে ২১০। গত ২দিনে সেখানে ব্রয়লার চিকেনের দাম প্রতি কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা।এক কেজি ব্রয়লার চিকেন বিকোচ্ছে ৪৮০ টাকা থেকে ৫০০ টাকায়।প্রতি কেজি মুরগির মাংস এখন পাকিস্তানি টাকায় ৭০০ থেকে ৭৮০।আগে প্রতি কেজির দাম ছিল ৬২০ পিকেআর থেকে ৬৫০ পিকেআর।এখন বোনলেস মাংসের দাম হয়েছে প্রতি কেজি ১০০০ থেকে ১,১০০ পিকেআর।