Ramakrishna Birthday Tithi 2023: জানেন, কলকাতার কোথায় এখনও রামকৃষ্ণের পছন্দের মিষ্টি পাওয়া যায়?
ঝামাপুকুর রাজবাড়িতে রামকৃষ্ণ দেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় পুজো করতেন। ওনার অবর্তমানে রামকৃষ্ণদেব পুজো করতেন। নিত্য পুজোতে প্রসাদ হিসেবে যদু ময়রার সন্দেশ যেত। সেখান থেকেই মন্ডা সন্দেশটি রামকৃষ্ণ দেবের ভালো লেগে যায়
রামকৃষ্ণদেবের পছন্দের মিষ্টি। মন্ডা সন্দেশ। যুগের পর যুগ পরিবর্তন হলেও, এই সন্দেশের খুব একটা পরিবর্তন আজও হয়নি। কলকাতার ঝামাপুকুরে এই মিষ্টির দোকান। আজও বেশ কিছু মানুষ আসেন এই সন্দেশ কেনার জন্য।ঝামাপুকুর রাজবাড়িতে রামকৃষ্ণ দেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় পুজো করতেন। ওনার অবর্তমানে রামকৃষ্ণদেব পুজো করতেন। নিত্য পুজোতে প্রসাদ হিসেবে যদু ময়রার সন্দেশ যেত। সেখান থেকেই মন্ডা সন্দেশটি রামকৃষ্ণ দেবের ভালো লেগে যায়। বর্তমান প্রজন্মের কাছে এই সন্দেশ কতটা জনপ্রিয়? আজও কি মানুষ ভিড় করে এই সন্দেশ খাওয়ার জন্য? তরুণ প্রজন্ম সাবেকি মিষ্টির পরিবর্তে পছন্দ করে ফিউশন মিষ্টি। ফিউশন মিষ্টির ভিড়ে আজ সাবেকি মিষ্টি গুলো হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে কলকাতার বুকে জমে থাকা ইতিহাসগুলো।

