Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Most Selling Car In India: সর্বাধিক কোন গাড়ি চড়ে দেশ?

Most Selling Car In India: সর্বাধিক কোন গাড়ি চড়ে দেশ?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 17, 2023 | 3:22 PM

২০২৩ অগাস্টের পরিসংখ্যানে দেখা যাচ্ছে SUV বা সেডানের থেকে হাচব্যাক কেনার প্রবণতা বেড়েছে ভারতীয়দের। দেখুন টপ ১০ ভারতীয় গাড়ি যা অগাস্ট ২০২৩এ বিক্রি হয়েছে ভারতের গাড়ি বাজারে।

২০২৩ অগাস্টের পরিসংখ্যানে দেখা যাচ্ছে SUV বা সেডানের থেকে হাচব্যাক কেনার প্রবণতা বেড়েছে ভারতীয়দের। দেখুন টপ ১০ ভারতীয় গাড়ি যা অগাস্ট ২০২৩এ বিক্রি হয়েছে ভারতের গাড়ি বাজারে। প্রথম ৫ এ ৪টি গাড়ি মারুতির। টপ ১০ এ ৮টি গাড়ি মারুতির। ১ম স্থানে মারুতি সুজুকি সুইফট। বিক্রি হয়েছে ১৮,৬৫৩ টি ইউনিট। গত অগাস্টের তুলনায় ৬৫% বিক্রি বেড়েছে এই গাড়ির। ২য় স্থানে মারুতি সুজুকি ব্যালেনো। বিক্রি হয়েছে ১৮,৫১৬ ইউনিট। ৩য় স্থানে মারুতি সুজুকি ওয়াগন আর। বিক্রি হয়েছে ১৫,৫৭৮ ইউনিট। ৪র্থ স্থানে মারুতি সুজুকি ব্রেজা। ১৪,৫৭২ ইউনিট বিক্রি হয়েছে। ৫ম স্থানে টাটা পাঞ্চ। বিক্রি হয়েছে ১৪,৫২৩টি ইউনিট। ষষ্ঠ স্থানে হুন্ডাই ক্রেটা। বিক্রি ১৩,৮৩২ ইউনিট। ৭ম স্থানে মারুতি সুজুকি ডিজায়ার। বিক্রি ১৩,২৯৩ ইউনিট। ৮ম স্থানে মারুতি সুজুকি এরটিগা। বিক্রি ১২,৩১৫ ইউনিট। ৯ম স্থানে মারুতি সুজুকি ফ্রন্ক্স। বিক্রি ১২,১৬৪ ইউনিট। ১০ম স্থানে মারুতি সুজুকি ইকো। বিক্রি ১১,৮৫৯ ইউনিট। তালিকায় সবচেয়ে কম দামি গাড়ি টাটা পাঞ্চ ও মারুতি সুইফট। দাম শুরু ৫.৯৯ লাখ টাকা থেকে। অক্টোবর থেকে শুরু হবে ক্র্যাশ টেস্ট ভারত এনক্যাপ। অটোমোবাইল বিশেষজ্ঞদের আশা এতে সুস্থ প্রতিযোগিতা বাড়বে গাড়ি বাজারে।