Nishiyama Onsen Keiunkan: দেখে নিন বিশ্বের প্রাচীনতম হোটেলটি!

Nishiyama Onsen Keiunkan: দেখে নিন বিশ্বের প্রাচীনতম হোটেলটি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 30, 2023 | 6:13 PM

বাইরে কোথাও ঘুরতে গেলে অনেকেই হোটেলে থাকেন। অনেক পৃথিবীর নানা প্রান্তে অনেক হোটেল রয়েছে। কিন্তু পৃথিবীর সবথেকে পুরনো হোটেল কোনটা জানেন?

বাইরে কোথাও ঘুরতে গেলে অনেকেই হোটেলে থাকেন। অনেক পৃথিবীর নানা প্রান্তে অনেক হোটেল রয়েছে। কিন্তু পৃথিবীর সবথেকে পুরনো হোটেল কোনটা জানেন? জাপানে আছে প্রাচীনতম হোটেল। এই হোটেরটির নাম নিশিয়ামা ওনসেন কিয়ুনকান। ৩৭টি কক্ষ আছে এই হোটেলে মধ্যে। এই হোটেলের এক পাশে আছে নদী। ঘন জঙ্গলের পাশে আছে এই হোটেলটি। শাসকের নামে এই হোটেলের নাম রাখা হয়েছে। এই হোটেলটি ৭০৫ খ্রিস্টাব্দে বানানো হয়েছে। নির্মাণ করেছিলেন ফুজিওয়ারা মাহিতো। এই হোটেলটি ১৩০০ বছর ধরে আজও চলছে। ৩৫,০০০ টাকা ভাড়া এই হোটেলের। অনেকেই এই হোটেলে থেকেছেন। এই হোটেলের নাম ওয়ার্ল্ড রেকর্ডস্-এ আছে। এই হোটেলটি সংস্কার করা হয় নির্দিষ্ট সময়ে। এই হোটেলে মেডিটেশন সেন্টার আছে, যা অতিথিদের খুব প্রিয়। অতিথিদের হাঁটার জায়গা ভাল জায়গা আছে এই হোটেলে।