Indian Railway: ট্রেনের শেষ বগিতে কেন ‘X’ চিহ্ন থাকে, জানেন কি?

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Updated on: Mar 09, 2023 | 12:56 PM

মিনিস্ট্রি অফ রেলওয়েজ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে এই ‘X’ চিহ্নটি বোঝায় ট্রেনটি কোনও কোচ না রেখেই পাড়ি দিয়েছে। অর্থাৎ, এটাই ছিল ট্রেনের শেষ কোচ যা ওই ট্রেনের সঙ্গেই সফররত

ট্রেনের এক্কেবারে শেষ কোচে বড় করে একটা ‘X’ চিহ্ন থাকে। ট্রেনের শেষ বগিতে কেন ‘X’ চিহ্ন থাকে। জানেন কি? বিষয়টি ব্যাখ্যা করা হল এবার কেন্দ্রের রেল মন্ত্রকের তরফেই। কেন্দ্রীয় রেল দফতর টুইট করে ট্রেনের শেষ কোচে থাকা ‘X’ চিহ্নের কারণ ব্যাখ্যা করেছে । মিনিস্ট্রি অফ রেলওয়েজ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে এই ‘X’ চিহ্নটি বোঝায় ট্রেনটি কোনও কোচ না রেখেই পাড়ি দিয়েছে। অর্থাৎ, এটাই ছিল ট্রেনের শেষ কোচ যা ওই ট্রেনের সঙ্গেই সফররত। পাশাপাশি চিহ্নটি রেলের কর্মীদের বুঝতে সাহায্য করে যে, কোনও কোচকে ফেলে না রেখেই ট্রেনটি পাড়ি দিয়েছে । মানে সফরের মাঝে কোনও রকম দুর্ঘটনা জনিত কারণে ট্রেনের কোনও অংশ পিছনে পড়ে নেই । মানুষের প্রতিক্রিয়া দেখে বোঝা গিয়েছে এই বিষয়ে জানার আগ্রহ অনেকেরই ছিল । কমেন্ট সেকশন টইটম্বুর হয়ে গিয়েছে বহু মানুষের কমেন্টে । পোস্টটি ২৪৯.১ হাজার ভিউ এবং ৬৬৮ বার রিটুইট হয়েছে ।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla