Room Service: হোটেল রুমে এই খাবার একদম না!
বেড়াতে গিয়ে অনেকেই হোটেল রুম থেকে খাবার অর্ডার করেন। কিন্তু জেনে নিন কোন কোন খাবার হোটেল রুম থেকে অর্ডার না করাই ভাল। বার্গার অনেকেরই পছন্দের। কিন্তু হোটেল রুম থেকে সেই খাবার অর্ডার করলে, কমতে পারে খাবারের স্বাদ। সেখানে বার্গারের মান ভাল হয় না।
বেড়াতে গিয়ে অনেকেই হোটেল রুম থেকে খাবার অর্ডার করেন। কিন্তু জেনে নিন কোন কোন খাবার হোটেল রুম থেকে অর্ডার না করাই ভাল। বার্গার অনেকেরই পছন্দের। কিন্তু হোটেল রুম থেকে সেই খাবার অর্ডার করলে, কমতে পারে খাবারের স্বাদ। সেখানে বার্গারের মান ভাল হয় না।
হোটেল রুম থেকে স্যালাড অর্ডার করলে, তা ভাল হয় না। কারণ সেই স্যালাড বাসি হতে পারে। সব সময় টাটকা স্যালাড খাওয়া ভাল। স্ক্র্যাম্বলড এগ অনেকের খুব প্রিয়। এই খাবার হোটেল রুম থেকে না অর্ডার করলেই ভাল। আপনার কাছে এই খাবার দেরীতে পৌঁছতে পারে। এই খাবার ঠাণ্ডা হয়ে গেলে, তা খেতে ভাল লাগে না।
হোটেল রুম থেকে কোনও ভাজাভুজি না অর্ডার করাই ভাল। একটু ঠাণ্ডা হলেই মুচমুচে ভাব চলে যায়। তখন সেই খাবার খেতে ভাল লাগে না। হোটেল রুম থেকে চিজ কেক না খাওয়াই ভাল। আগে জেনে নিন বেকিংয়ের ব্যবস্থা ঠিক মত আছে কি না। ভাল করে বেক না হলে,আপনার কাছে এই কেক আসার আগেই গলে যেতে পারে।