কালীঘাটের কাকুকে মনে আছে? কুমোরটুলিতে লেদ মেশিন চালাচ্ছেন নাকি! কিছুদিন আগেই ভাইরাল হন অনুব্রত মণ্ডলের মত দেখতে এক মাছবিক্রেতা। আর একে দেখতে ঠিক কালীঘাটের কাকুর মত বলছেন স্থানীয় মানুষজন। বিশ্বজিৎ নন্দী, স্থানীয় বাসিন্দা বলেন আমরা যা করছি তাতে রেগেই যাবার কথা। গলায় তুলসী মালা। চোখে কালো মোটা ফ্রেমের চশমা। তবু এমন মিল যে হাসি চাপা মুস্কিল । যথারীতি হাঁ করে তাকানো। উল্টোপাল্টা কমেন্ট ভেসে আসা। এগুলোতে কি রেগে যাচ্ছেন এই নতুন কালীঘাটের কাকু? লেদ মিস্ত্রী নির্মল দুয়ারি বলেন তাঁর বিরক্তি হয় না। বরং মজাই পান তিনি।