AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Bachchan: অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স জল্পনা তুঙ্গে! সত্যিই কি ক্ষমা চাইতে চান নায়ক?

Abhishek Bachchan: অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স জল্পনা তুঙ্গে! সত্যিই কি ক্ষমা চাইতে চান নায়ক?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Nov 05, 2024 | 10:03 PM

Share

অভিষেক বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। ঐশ্বর্যর সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মাঝে এল নতুন আলোচনা। নায়ক নাকি ক্ষমা চাইতে চান। না তবে কোনও ভাবেই ঐশ্বর্য প্রসঙ্গে একথা বলেননি তিনি। প্রকাশ্যে এসেছে তাঁর নতুন ছবির ট্রেলার। সেখানেই ক্ষমা চাওয়ার কথা শোনা গিয়েছে নায়কের মুখে।

অভিষেকের ক্ষমা

অভিষেক বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। ঐশ্বর্যর সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মাঝে এল নতুন আলোচনা। নায়ক নাকি ক্ষমা চাইতে চান। না তবে কোনও ভাবেই ঐশ্বর্য প্রসঙ্গে একথা বলেননি তিনি। প্রকাশ্যে এসেছে তাঁর নতুন ছবির ট্রেলার। সেখানেই ক্ষমা চাওয়ার কথা শোনা গিয়েছে নায়কের মুখে।

অসুস্থ অঙ্গনা

কালীপুজোর রাতে প্রসাদ খাওয়ার পরই অসুস্থ বোধ করেন অঙ্গনা রায়। পরিস্থিতি বেগতিক দেখে অভিনেত্রীকে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের তরফে। খাদ্যে বিষক্রিয়ার জেরেই অঙ্গনা অসুস্থ হয়ে পড়েছেন। এখনও বেশ কিছু পরীক্ষা হওয়া বাকি।

আরিয়ানের চাপ

সুপারস্টার পিতার পুত্রসন্তানদের ব্যক্তিগত জীবনে বহুবার বাবার নাম, যশ, খ্যাতির জন্য বিড়ম্বনায় পড়তে হয়েছে! বলিউড ইন্ডাস্ট্রিতেও সেই চর্চা নতুন নয়। সেই তালিকায় রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ানও। সর্বক্ষণ চাপের মধ্যে থাকেন তিনি। তবু নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরিয়ান।

রাজপালের রাগ

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা রাজপাল যাদব। আচমকাই নিমেষে ভাইরাল হয়ে যায় তাঁর ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে অভিনেতা বসে রয়েছেন মাঝখানে। ধীরে সুস্থে কথা বলছিলেন। কিন্তু দীপাবলিতে তাঁর তৈরি ক্ষমা চাওয়ার ভিডিয়োর প্রসঙ্গ উঠতেই রেগে গেলেন অভিনেতা। নিমেষে ফোন ছিনিয়ে নিলেন সাংবাদিকের থেকে।

সলমনকে হুমকি
মুম্বই পুলিশের কাছে নতুন করে সলমন খানের জন্য় এল হুমকি। বিষ্ণোই গ্যাংয়ের তরফেই নাকি এই হুমকি দেওয়া হয়েছে বলিউড অভিনেতাকে। জানানো হয়েছে, হয় মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে সলমনকে অথবা ৫ কোটি টাকা দিতে হবে।

অনুষ্কার সারপ্রাইজ
স্বামী তথা ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলির জন্মদিনে সবচেয়ে সুন্দর পোস্টটি এল অনুষ্কা শর্মার তরফ থেকে। সঙ্গে ফ্যানেদের জন্য় রইল বিরাট সারপ্রাইজ। ইনস্টাগ্রামে প্রথমবার ছেলে অকায়ের ঝলক দেখালেন অনুষ্কা। ৯ মাসের ছেলে এবং ভামিকাকে কোলে নিয়ে পোজ দিচ্ছন বিরাট। মুখে প্রশান্তির হাসি।

খুশির জন্মদিন
২৩ বছর পূর্ণ করলেন অভিনেত্রী খুশি কাপুর। আর সেই উপলক্ষ্যে সেলিব্রেশন? না, কোনও আহামরি পার্টি নয়। একটি মজাদার পায়জামা পার্টি করেই জন্মদিনের আনন্দ সারলেন অভিনেত্রী। খুশি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই পার্টির কিছু ছবি শেয়ার করেছেন।

কার্তিকের প্রশংসা
সদ্য রিলিজ ‘ ভুল ভুলাইয়া ৩’ -এর প্রথম প্রতিক্রিয়া সামনে থেকে পরখ করতেই বিখ্যাত এই থিয়েটারে উপস্থিত হন নায়ক। আর সেখানেই তাঁ নিরাপত্তা রক্ষী অনুরাগীদের ঠেলে সরালে প্রতিবাদ করেন অভিনেতা। জানালেন কাউকে ধাক্কা না দিতে। ভিডিয়ো ভাইরাল হতেই প্রশংসায় কার্তিক।

আবার বিয়ের পিঁড়িতে সানি
বিবাহবার্ষিকীতে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী সানি লিওন। তাও সূদূর মলদ্বীপে। তিন সন্তান নিশা, নোয়া ও আশের উপস্থিতিতে বিয়ের শপথগুলো আবারও গ্রহণ করলেন দুজনে।

Published on: Nov 05, 2024 10:02 PM