Drinking During Pregnancy: পুরুষের তুলনায় মহিলাদের মদ্যপানে ক্ষতি বেশি হয়

Drinking During Pregnancy: পুরুষের তুলনায় মহিলাদের মদ্যপানে ক্ষতি বেশি হয়

TV9 Bangla Digital

| Edited By: Sneha Sengupta

Updated on: Jul 04, 2023 | 5:50 PM

Drinking Alcohol: তাছাড়াও মেয়েদের হার্ট অ্যাটাক, মস্তিষ্কের সমস্যা আর যৌন স্বাস্থ্যে প্রভাব পড়ে মদ্যপানে। গর্ভাবস্থায় মদ্যপানের ফল মারাত্মক। মায়ের শরীরের অ্যালকোহল রক্তের মাধ্যমে ভ্রূণের দেহে ঢোকে ।

পুরুষের তুলনায় মহিলাদের মদ্যপানে ক্ষতি বেশি হয়। সাম্প্রতিক এক গবেষণার দাবি এমনটাই। ৬% নারী মদ্যপান করলেও পুরুষদের তুলনায় তাঁদের অসুস্থতা বেশি। ২০% পুরুষ মদ্যপানে অসুস্থ হন। মদ্যপানে ক্ষতিগ্রস্ত হয় লিভার। তাছাড়াও মেয়েদের হার্ট অ্যাটাক, মস্তিষ্কের সমস্যা আর যৌন স্বাস্থ্যে প্রভাব পড়ে মদ্যপানে। গর্ভাবস্থায় মদ্যপানের ফল মারাত্মক। মায়ের শরীরের অ্যালকোহল রক্তের মাধ্যমে ভ্রূণের দেহে ঢোকে । এতে ফিটাল অ্যালকোহল স্পেকট্রাম ডিসঅর্ডারের শিকার হয় গর্ভস্থ ভ্রূণ। মৃত শিশুরও জন্ম হয়। গর্ভপাতও হতে পারে। প্রি ম্যাচিওর সন্তানের জন্ম হয়। শিশু ফিটাল অ্যালকোহল স্পেকট্রাম ডিসঅর্ডারের শিকার হলে তার মাথা ছোট হয়, ওজন কম হয় । শিশু কম বুদ্ধি সম্পন্ন হয়। স্মৃতিশক্তি দুর্বল ও কথা বলার সমস্যা দেখা যায়। শিশুর মনোযোগ কম হয় এবং পড়াশুনো করতে অসুবিধা হয়।