Coochbehar Protest News: কচ্ছপের মৃত্যু, ধর্মঘটের ডাক!
প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পথে স্থানীয় মানুষ । বন্ধ রাজ্য কোচবিহার - আলিপুরদুয়ার রাজ্য সড়ক। কোচবিহার শহর সংলগ্ন বানেশ্বরে দিনের পর দিন মারা যাচ্ছে লুপ্তপ্রায় কচ্ছপ। রাজ আমলের বহু প্রাচীন শিব মন্দিরের দীঘিতে এদের বাস । স্থানীয় মানুষ মোহন নামে এদের চেনেন । পূরণে বর্ণিত কুর্মি অবতার হিসেবে এই মন্দিরে শিবের সাথে মোহনদের পূজা করেন ভক্তরা
Latest Videos