Arambagh Heavy Rain: আরামবাগ জুড়ে বন্যা পরিস্থিতি

Arambagh Heavy Rain: আরামবাগ জুড়ে বন্যা পরিস্থিতি

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 03, 2023 | 7:58 PM

নিম্নচাপের জন্য একটানা বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে আরামবাগ মহকুমা জুড়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ডিভিসি সহ বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। এর ফলে যে কোন মুহূর্তে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে যেতে পারে। বিশেষ করে খানাকুল ও পুরশুড়ায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

নিম্নচাপের জন্য একটানা বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে আরামবাগ মহকুমা জুড়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ডিভিসি সহ বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। এর ফলে যে কোন মুহূর্তে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে যেতে পারে। বিশেষ করে খানাকুল ও পুরশুড়ায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। আর সেকথা ভেবেই হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল।

উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, আরামবাগ মহকুমা শাসক সুভাশিনী ই. আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মন্ডল সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিক ও কর্মীগণ।
মঙ্গলবার দুর্যোগ মাথায় নিয়েই তারা আরামবাগ এস ডি ও অফিসে আসেন।দীর্ঘক্ষন তারা আলোচনা করেন বন্যা পরিস্থিতি নিয়ে।এস ডিও সুভাশিনী ই বলেন,প্রশাসন সব দিক দিয়ে প্রস্তুত আছে। সমস্ত ব্লক,থানার আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে। বাঁধ গুলোর দিকেও নজর দেওয়া হয়েছে।