Birbhum News: বীরভূমে চলছে নৌকা

Birbhum News: বীরভূমে চলছে নৌকা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 05, 2023 | 7:19 PM

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের জেরে মহম্মদবাজারের কুলে নদীতে জলের পরিমাণ বেড়েছে, নৌকা নিয়ে চলছে ঝুঁকির যাতায়াত। তার জেরেই মহম্মদবাজারের আঙ্গারগড়িয়া থেকে সেকেড্ডা যাওয়ার রাস্তায় গিরিপুর পুরাতন গ্রামের মাঝে কুলে নদীতে কজওয়েতে জল উঠে যায়। তাতেই ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা।

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের জেরে মহম্মদবাজারের কুলে নদীতে জলের পরিমাণ বেড়েছে, নৌকা নিয়ে চলছে ঝুঁকির যাতায়াত। তার জেরেই মহম্মদবাজারের আঙ্গারগড়িয়া থেকে সেকেড্ডা যাওয়ার রাস্তায় গিরিপুর পুরাতন গ্রামের মাঝে কুলে নদীতে কজওয়েতে জল উঠে যায়। তাতেই ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই কজওয়ে ব্যবহার করে পুরাতন গ্রাম থেকে ডেউচা কিম্বা আঙ্গারগড়িয়া অনেক দ্রুত যাওয়া যায়৷ কিন্তু কজওয়েতে জল উঠে যাওয়া যায় বাইক আরোহী, কিম্বা টোটো চালকরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।অন্যদিকে, তিলপাড়া ব্যারেজে বৃহস্পতিবার সকাল থেকে প্রায় চার হাজার কিউসেক জল ছাড়া হয়। গত কয়েকদিনের বৃষ্টিপাত এবং ঝাড়খণ্ডের অত্যাধিক বৃষ্টিপাতের জেরে ময়ূরাক্ষী নদীতে জল বেড়েছে। যার জন্য গত কয়েকদিন ধরে তিলপাড়া জলাধার থেকে জল ছাড়া হচ্ছে।

তিলপাড়া জলাধারের জল ছাড়ার ফলে মহম্মদবাজার ব্লকের বড়াম থেকে বেহিরা, ভেজেনা সহ ১২ গ্রামে যাওয়ার রাস্তা জলের তলায় চলে গিয়েছে। বাধ্যত সেখানে নৌকায় করে যাতায়াত চলছে।স্থানীয় বাসিন্দাদের আরো অভিযোগ বারবার প্রশাসনকে ব্রিজ তৈরীর কথা বললে সাময়িকভাবে বলা হয় কাজ করা হবে, কিন্তু আর করা হয় না। ভোট চাইতে আসার সময় নেতা-মন্ত্রীরা প্রতিশ্রুতি দেন, ভোটে জেতার পর তাদের দিকে ফিরেও তাকায় না কেউ।