USA Aeroplane Problem: প্রযুক্তিগত সমস্যা, আমেরিকায় বন্ধ রইল বিমান চলাচল
ATC In USA: প্রযুক্তিগত সমস্যায় আমেরিকায় বন্ধ বিমান চলাচল। বিপর্যস্ত এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সিস্টেম। এয়ারপোর্টেই আটকে রয়েছেন কয়েক লক্ষ যাত্রী।
আমেরিকা: আমেরিকায় বিমান বিভ্রাট। প্রযুক্তিগত সমস্যায় বন্ধ বিমান চলাচল। বিপর্যস্ত এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সিস্টেম। এয়ারপোর্টেই আটকে রয়েছেন কয়েক লক্ষ যাত্রী। জানা গিয়েছে, আমেরিকার এটিসিতে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে আর তার জেরেই ৫০ মিনিটের মধ্যে জরুরি অবতরণ করানো হয় সমস্ত বিমানকে। আরও জানানো হয়েছে যতক্ষণ না ওই ত্রুটি মেরামত করা হচ্ছে, কোনও বিমান চলবে না সেখানে।
এই মুহূর্তে আমেরিকার আকাশ নো ফ্লাই জোন হয়ে রয়েছে। আমেরিকায় বাতিল করা হয়েছে প্রায় ৩ হাজার ৩০০টি বিমান। আমেরিকার আকাশে আবার কখন বিমান উড়বে, তা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে আমেরিকার বাইরে আমেরিকান এয়ারলাইন্সগুলোর বিমান ও অন্যান্য সমস্ত রকম বিমান চলাচল করছে।
Published on: Jan 11, 2023 11:15 PM
Latest Videos