পুজোর ঠিক ১০ দিন বাকি। এরমধ্যেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। ছোটবেলা থেকেই পুজোর মন্ডপে দড়ি ধরে দাদাগিরি করতেন সোহম। সত্যিকারের বন্দুকের মতো দেখতে বন্দুক লাগত তার আর সঙ্গে একেবারে কোকেনের মতে ক্যাপ, আওয়াজ যেন জোরে হয়। কীভাবে কাটাবেন পুজো? পুজোর সময় কতটা গুরুত্ব পাবে রাজনীতি? সেলেব সোহম কতটা মিস করেন ছোটবেলার পুজো? এই পুজোয় সোহমের ফ্যাশন টিপস কী?