Durgapur MP News: সাংসদের খোঁজে নিখোঁজ পোস্টার

Durgapur MP News: সাংসদের খোঁজে নিখোঁজ পোস্টার

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Sep 13, 2023 | 8:04 PM

নিখোঁজ বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দরজিৎ সিং আলুওয়িলিয়া, ছাপানো রঙিন পোস্টার পড়লো দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে। বুধবার সকালে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে এহেন পোস্টার দেখে হতবাক আদালতে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীরা।

নিখোঁজ বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দরজিৎ সিং আলুওয়িলিয়া, ছাপানো রঙিন পোস্টার পড়লো দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে। বুধবার সকালে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে এহেন পোস্টার দেখে হতবাক আদালতে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীরা। পোস্টারে উল্লেখিত রয়েছে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দরজিৎ সিং আলুওয়ালিয়ার দেখা মেলে না। দুর্গাপুরের সাংসদ জি, দিল্লি থেকে ফিরল কি? তাই না দেখা দলের লোক অন্য কেউ এমপি হোক-এমনই স্লোগান লেখা পোস্টার ছেয়ে গেছে আদালত চত্বরে। আইনজীবী তথা তৃণমূল নেতা কল্লোল ঘোষ জানান বিজেপির দলের অন্তর্দ্বন্দ্বের কারণেই এই পোস্টার। যেমন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে তালা বন্ধ করে বিজেপি কর্মীরাই বিক্ষোভ রাজ্যের সর্বত্র জুড়ে বিজেপির দেখিয়েছে। বিজেপির দলীয় অন্ত:কলহ যেভাবে প্রকাশ্যে আসছে, এই পোস্টার তারই প্রমাণ দিচ্ছে শিল্পাঞ্চলের বিজেপির অবস্থার ।

জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাতের অন্ধকারে কে এই ধরনের পোষ্টার লাগিয়েছে এলাকায় লাগানো সরকারি সিসি ক্যামেরার ফুটেজেই দেখা যাবে। বিজেপি সাংসদ সুরিন্দরজিৎ সিং আলুওয়ালিয়া দক্ষতার সঙ্গে তার কিজ করছেন বলেও দাবি করেন তিনি।