DVC Water Release: জল ছাড়ল মাইথন

DVC Water Release: জল ছাড়ল মাইথন

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 02, 2023 | 6:27 PM

দামোদর অববাহিকায় নিম্নচাপ, টানা বর্ষণের কারণে জল ছাড়ল ডিভিসি। মাইথন জলাধার থেকে ৪৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৫৫ হাজার কিউসেক মিলিয়ে মোট ১ লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি। দু’টি জলাধারের ৬টি স্লুইস গেট খোলা হয়েছে।

দামোদর অববাহিকায় নিম্নচাপ, টানা বর্ষণের কারণে জল ছাড়ল ডিভিসি। মাইথন জলাধার থেকে ৪৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৫৫ হাজার কিউসেক মিলিয়ে মোট ১ লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি। দু’টি জলাধারের ৬টি স্লুইস গেট খোলা হয়েছে। ডিভিসি সূত্র খবর একদিকে দামোদর উপত্যকা এলাকায় গত দুদিন ধরে বেশি বৃষ্টি হওয়ায় সেই জল মাইথন জলাধারে এসে জমা হয়েছে। তেমনিই ঝাড়খন্ডের তেনুঘাট থেকে জল ছাড়ায় সেই জল পাঞ্চেত জলাধারে এসে জমা হয়েছে। ফলে ঝাড়খণ্ডে অতিভারী বৃষ্টির ফলে এই মাইথন ও পাঞ্চেত জলাধারের জল বিপদসীমার উপরে চলে আসার কারণে এই জল ছাড়া হয়েছে।

অবহাওয়া দফতরের খবর টানা কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তাই আগে থেকে সতর্ক হচ্ছে ডিভিসি কর্তৃপক্ষ। ড্যামে জমা রয়েছে প্রচুর পরিমাণে জল,যদি টানা কিছু দিন বৃষ্টি হয় তবে বাধ্য হয়ে বেশি পরিমানে জল ছাড়তে হবে ডিভিসিকে। এদিকে দামোদরের জল ছাড়ায় রাজ্যের নিম্ন অববাহিকা অঞ্চল বিশেষত হাওড়া ও হুগলিতে তার যেন কোন প্রভাব না পড়ে সেই দিকেও নজর রাখা হচ্ছে। শনিবার বিকেলের পর থেকে নতুন করে আসানসোল শিল্পাঞ্চলে বৃষ্টি শুরু হওয়ায় সেই জল সোজা তামলা, গাড়ুই, নুনিয়া নদী হয়ে দামোদরে গিয়ে মিশবে। সেই জল সোজা দুর্গাপুর ব্যারাজে পৌঁছাবে। আর এরফলে ডিভিসির জলাধারগুলির উপর চাপ বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।