E Scooty Price Hike: দাম বাড়ছে ই-স্কুটির?

ই-স্কুটি কেনার সময়ে দামের অনেকটাই ছাড় পাওয়া যায়। ছাড় পাওয়া যায় ফেম ইন্ডিয়া স্কিমে। পুরো নাম- ফাস্টার অ্যাডপশন এন্ড ম্যানুফ্যাকচারিং অফ হাইব্রিড এন্ড ইলেকট্রিক ভেহিকলস ইন ইন্ডিয়া। ভারতে প্রতিদিন ৪৫ হাজার দু চাকার বৈদ্যুতিক বাহন তৈরি হয়। এতদিন এই স্কিমে ই-স্কুটির দামে ৪০% ছাড় পাওয়া যেত

E Scooty Price Hike: দাম বাড়ছে  ই-স্কুটির?
| Edited By: | Updated on: May 24, 2023 | 9:11 AM

এবার কি দাম বাড়ছে ই-স্কুটির? টু হুইলারের বাজার বাড়াতে ভর্তুকি কমাতে চলেছে কেন্দ্র। ই-স্কুটি কেনার সময়ে দামের অনেকটাই ছাড় পাওয়া যায়। ছাড় পাওয়া যায় ফেম ইন্ডিয়া স্কিমে। পুরো নাম- ফাস্টার অ্যাডপশন এন্ড ম্যানুফ্যাকচারিং অফ হাইব্রিড এন্ড ইলেকট্রিক ভেহিকলস ইন ইন্ডিয়া। ভারতে প্রতিদিন ৪৫ হাজার দু চাকার বৈদ্যুতিক বাহন তৈরি হয়। এতদিন এই স্কিমে ই-স্কুটির দামে ৪০% ছাড় পাওয়া যেত। সম্প্রতি বৈদ্যুতিক যানবাহনের ভর্তুকি ৪০% থেকে কমিয়ে ১৫% করার প্রস্তাব এসেছে। ভারী শিল্প মন্ত্রকের উচ্চস্তরীয় অভ্যন্তরীণ কমিটির বিবেচনার জন্য বিষয়টি পাঠানো হয়েছে। যদি এই প্রস্তাব কার্যকর হয় তাহলে ই-স্কুটির দাম বাড়বে ১৫% । সরকারের আশা এতে বৃহত্তর সংখ্যক ক্রেতা সুবিধা পাবেন। বেশি সংখ্যক বৈদ্যুতিক বাহন পথে নামবে। বর্তমানে ফেম ইন্ডিয়ার আওতায় বৈদ্যুতিক বাহন নির্মাতারা ১০ হাজার কোটি টাকার ভর্তুকি পায়। ফেম ইন্ডিয়ার ফেজ টু তে ভর্তুকির ৩,৫০০ কোটি টাকা দু চাকার বাহনের নির্মাণে ব্যবহার হবে। ১০০০ কোটি টাকা ব্যবহৃত হবে ৩ চাকার বৈদ্যুতিক বাহনে।

Follow Us: