Medicine: প্রতিটি ট্যাবলেটে থাকবে মেয়াদ উত্তীর্ণের তারিখ!

Medicine: প্রতিটি ট্যাবলেটে থাকবে মেয়াদ উত্তীর্ণের তারিখ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 30, 2023 | 2:34 PM

ওষুধ কিনতে গেলে দোকানদাররা পুরো পাতা ওষুধ কেনার জন্য জোর করেন। অনেক গ্রাহকরাই পুরো পাতা ওষুধ কিনতে চান না। এবার গ্রাহকদের সুবিধার জন্য আসছে নতুন নিয়ম।

ওষুধ কিনতে গেলে দোকানদাররা পুরো পাতা ওষুধ কেনার জন্য জোর করেন। অনেক গ্রাহকরাই পুরো পাতা ওষুধ কিনতে চান না। এবার গ্রাহকদের সুবিধার জন্য আসছে নতুন নিয়ম। গ্রাহকদের আর কিনতে হবে না পুরো পাতা ওষুধ। গ্রাহকদের সুবিধা মত কিনতে পারবেন ওষুধ। দোকানদাররা আর পুরো পাতা ওষুধ কেনার জন্য আপনাকে জোর করতে পারবেন না। QR কোড লেখা থাকবে প্রতিটি ট্যাবলেটে। প্রতিটি ট্যাবলেটে লেখা থাকবে ম্যানুফ্যাকচারিং ডেট। লেখা থাকবে এক্সপায়ারি ডেটও। NCH -এ বেড়েছে গ্রাহকদের বিভিন্ন অভিযোগ। গ্রাহকরা অভিযোগ করেছেন, গ্রাহকরা দেখতে পায় না ওষুধের মেয়াদ। NCH পরিচালন করা হয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সাহায্যে। মন্ত্রক এই বিষয়ে নানা বিকল্প পথ খুঁজছেন। মন্ত্রক একটি বৈঠক করেছে বিভিন্ন মেডিক্যাল ডিভাইস শিল্পগুলির সঙ্গে।