AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Burdwan Raina News: বৃষ্টি নেই, তবুও ভাসছে রায়না

East Burdwan Raina News: বৃষ্টি নেই, তবুও ভাসছে রায়না

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 02, 2023 | 6:35 PM

Share

অকালে জলমগ্ন পূর্ব বর্ধমানের রায়না থানার নন্দনপুর গ্রাম। সরকারি জলসরবরাহ প্রকল্পের পাইপ ফেটে এই অবস্থায় নাকাল গ্রামবাসীরা। পঞ্চায়েত কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুদ্ধ গ্রামবাসীরা আটকে রাখেন সারাতে আসা ভালভ অপারটেরকে। তিনি জানিয়েছেন বিষয়টি ঠিকাদারকে জানান হয়েছে।

অকালে জলমগ্ন পূর্ব বর্ধমানের রায়না থানার নন্দনপুর গ্রাম। সরকারি জলসরবরাহ প্রকল্পের পাইপ ফেটে এই অবস্থায় নাকাল গ্রামবাসীরা। পঞ্চায়েত কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুদ্ধ গ্রামবাসীরা আটকে রাখেন সারাতে আসা ভালভ অপারটেরকে। তিনি জানিয়েছেন বিষয়টি ঠিকাদারকে জানান হয়েছে।

তীব্র দাবদাহের মধ্যেও জলমগ্ন গ্রাম! পি এইচ এর ভালভ অপারেটর কে আটকে রেখে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা! ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের নন্দনপুর গ্রামে। পানীয় জলের সঙ্কট দূরীকরণে নন্দনপুর গ্রামের এক পাশে বসানো হয়েছে পি এইচ ই’র জলপ্রকল্প। পরিশ্রুত পানীয় জল পরিষেবা দিতে বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে জল সংযোগ। কিন্তু বর্তমানে পি. এইচ ই’র পাইপ ফেটে গিয়েছে। যার কারণে মাস দেড়েক ধরে এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। রীতিমতো দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে জীবন যাপন করছেন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ; জানানো সত্বেও তারা পাইপ সারাই এর কোন ব্যবস্থা নিচ্ছে না। ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে। শিশুরা জল ঘাঁটছে সবসময়। তাই তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনাও রয়েছে। ।

গ্রামবাসী সবুজা বেগম জানান; বর্ষাকালে ঘরে জল ঢুকে যায় না অথচ এই কাঠফাটা গরমের মধ্যে ঘরে জল ঢুকে যাচ্ছে শুধুমাত্র পিএইচির পাইপ ফেটে। পঞ্চায়েতকে সবটা জানানো হলেও পঞ্চায়েত কোন গ্রাহ্য করছে না অভিযোগ তাদের।
আরেক গ্রামবাসী জামির আলি মোল্লার অভিযোগ ;
পি এইচ এর ভালভ অপারেটরকে বারবার বলা সত্ত্বেও তিনিও সেভাবে পাইপ সারাই করার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন না। সমস্যার সমাধান চাইছেন গ্রামবাসীরা।তাই তারা অপারেটরকে আটকে রেখেছেন।

পি এইচ ই র ভাল্প অপারেটর মেড়ালউদ্দিন জানালেন, এই কাজ তার নয়। কন্ট্রাক্টরের কাজ। তবু তিনি মিস্ত্রির কাজ জানেন বলে একটি ৫০ টাকার সারাইয়ের জিনিস এনে দিতে বলেছিলেন।। কিন্তু সেই জিনিসটি আনা হয়নি আজ । সারাই করতে এলে রাকে ধরে আটকে রাখে গ্রামবাসীরা। তিনি জানান; তিনি ঠিকাদারকে আগেই জানিয়েছেন।
উচালন গ্রাম পঞ্চায়েতের প্রধান দোলন দাস জানান;
এ বিষয়ে পিএইচই দপ্তর এবং সাংসদ কে জানানো হয়েছে। গতকাল এই বিষয়ে বৈঠকও করা হয়েছে। সাংসদ মারফত জানানো হয়েছে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে গ্রামবাসীরা এই আশ্বাসে তেমন ভরসা রাখতে পারছেন না।