South India Tour: সস্তায় দক্ষিণ ভারত ঘোরাবে রেল

South India Tour: সস্তায় দক্ষিণ ভারত ঘোরাবে রেল

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Dec 02, 2023 | 5:54 PM

Bharat Gaurav Tourist Train: কেন্দ্রের দেখো আপনা দেশ ও এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রকল্পের আওতায় ভারত গৌরব ট্রেন। IRCTC পরিচালিত এই ট্রেনের দক্ষিণ ভারত প্যাকেজ শুরু হবে মালদা থেকে। দক্ষিণ ভারতের মন্দির নগরী ঘুরে দেখাবে এই ট্রেন।

কেন্দ্রের দেখো আপনা দেশ ও এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রকল্পের আওতায় ভারত গৌরব ট্রেন। IRCTC পরিচালিত এই ট্রেনের দক্ষিণ ভারত প্যাকেজ শুরু হবে মালদা থেকে। দক্ষিণ ভারতের মন্দির নগরী ঘুরে দেখাবে এই ট্রেন। দেখাবে তিরুপতি বালাজি মন্দির, মীনাক্ষী মন্দির, মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, ত্রিবান্দ্রম ও কন্যাকুমারী। মালদা টাউন থেকে ছেড়ে বীরভূম ও বর্ধমানের বিভিন্ন স্টেশন থেকে যাত্রী তুলবে ভারত গৌরব। এই ট্রেনে চাপা ও নামা যাবে নিউ ফারাক্কা, রামপুরহাট, পাকুড়, দুমকা, হাঁসডিহা,জামালপুর, ঝাঁঝা, ধানবাদ, ভাগলপুর ও সুলতানগঞ্জ থেকে। আছে ৩ রকমের প্যাকেজ। কমফর্ট,স্ট্যান্ডার্ড ও ইকোনমি ক্লাস। কমফর্ট ক্লাস প্যাকেজ মাথা পিছু ৩৯,৫০০ টাকা। স্ট্যান্ডার্ড ক্লাস প্যাকেজ মাথা পিছু ৩৬,১০০ টাকা। ইকোনমি ক্লাস প্যাকেজ মাথা পিছু ২২,৭৫০ টাকা। ট্রেনের বার্থ ভাড়া, খাবার খরচ, হোটেলে থাকা খাওয়া সমস্ত কিছু প্যাকেজ মূল্যের মধ্যে।