কেষ্ট-গড়ে কমিশনের বিশেষ পর্যবেক্ষক, কী খতিয়ে দেখবেন সুব্রত গুপ্ত?
রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে। রাজ্যে এসেছে কমিশনের বিশেষ পর্যবেক্ষক টিম। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জেলায় জেলায় ঘুরছেন। তিনি পৌঁছে গিয়েছেন বীরভূমে। অনুব্রত মণ্ডলের (কেষ্ট) গড়ে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখছেন তিনি। এদিকে, কমিশনের আর এক পর্যবেক্ষক সি মুরুগান কাকদ্বীপে বৈঠক করেন। এসআই প্রক্রিয়া নিয়ে রাজ্যে রাজনৈতিক টানাপোড়েন বেড়েই চলেছে। একদিকে, কমিশনকে তোপ দেগে চলেছে তৃণমূল। আবার ভোটার তালিকায় মৃত ভোটার ও বাংলাদেশি ভোটারদের নাম রাখার অভিযোগ তুলে সরব বিজেপি। এই পরিস্থিতিতে রাজ্যে এসেছে কমিশনের বিশেষ টিম। তারা কী রিপোর্ট দেয়, সেটাই এখন দেখার।
রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে। রাজ্যে এসেছে কমিশনের বিশেষ পর্যবেক্ষক টিম। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জেলায় জেলায় ঘুরছেন। তিনি পৌঁছে গিয়েছেন বীরভূমে। অনুব্রত মণ্ডলের (কেষ্ট) গড়ে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখছেন তিনি। এদিকে, কমিশনের আর এক পর্যবেক্ষক সি মুরুগান কাকদ্বীপে বৈঠক করেন। এসআই প্রক্রিয়া নিয়ে রাজ্যে রাজনৈতিক টানাপোড়েন বেড়েই চলেছে। একদিকে, কমিশনকে তোপ দেগে চলেছে তৃণমূল। আবার ভোটার তালিকায় মৃত ভোটার ও বাংলাদেশি ভোটারদের নাম রাখার অভিযোগ তুলে সরব বিজেপি। এই পরিস্থিতিতে রাজ্যে এসেছে কমিশনের বিশেষ টিম। তারা কী রিপোর্ট দেয়, সেটাই এখন দেখার।
Latest Videos
কেষ্ট-গড়ে কমিশনের বিশেষ পর্যবেক্ষক, কী খতিয়ে দেখবেন সুব্রত গুপ্ত?
চাপের মুখে প্রত্য়াহার নয়া নিয়ম, তৈরি হয়েছে পাইলট সঙ্কট
হাওড়া-ব্যান্ডেল রুটে চলবে এসি লোকাল, চলছে সমীক্ষা!
'নোটবন্দি' থেকে 'গণবন্দি', Amit Shah-কে ফের আক্রমণ Mamata Banerjee-এর
