SSC Recruitment Scam: 'বাড়ি আছো?' পার্থর দুয়ারে ইডির কড়া নাড়া

SSC Recruitment Scam: ‘বাড়ি আছো?’ পার্থর দুয়ারে ইডির কড়া নাড়া

আসাদ মল্লিক

|

Updated on: Jul 22, 2022 | 3:50 PM

পার্থ চট্টোপাধ্যায় থেকে চন্দন মণ্ডল, নিয়োগ দুর্নীতিতে উঠে আসা নামের তালিকা ধরে সাতসকালেই অভিযানে ইডি। টাকা নিয়ে চাকরি দেওয়া হলে সেই অর্থ কোথায়? কারা কারা পেয়েছেন টাকা? নথি খুঁজতে একই সঙ্গে তল্লাশি চালাচ্ছে ইডি।

কলকাতা: এসএসসি কেলেঙ্কারির তদন্তে তৎপর ইডি। বৃহস্পতিবার সাতসকালেই হানা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে। আজ সকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে অভিযান চালান ইডি আধিকারিকরা। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া মাত্রই চাঞ্চল্য তৈরি হয় শাসক শিবিরে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা রক্ষী নিয়ে অভিযানে নামেন তদন্তকারীরা। পার্থর বাড়িতে গিয়েছেন ৮ জন দুঁদে অফিসার। অন্যদিকে মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও হানা দেয় বাঘা বাঘা ইডি আধিকারিকরা। SSC দুর্নীতি মামলায় প্রায় ১৩ জায়গায় ঝটিকা অভিযানে চালাচ্ছেন তাঁরা।

পার্থ চট্টোপাধ্যায় থেকে চন্দন মণ্ডল, নিয়োগ দুর্নীতিতে উঠে আসা নামের তালিকা ধরে সাতসকালেই অভিযানে ইডি। টাকা নিয়ে চাকরি দেওয়া হলে সেই অর্থ কোথায়? কারা কারা পেয়েছেন টাকা? নথি খুঁজতে একই সঙ্গে তল্লাশি চালাচ্ছে ইডি। আগাম তল্লাশির খবর পেয়ে যাতে নথিপত্র সরিয়ে না ফেলা যায়, তার জন্যই এই আকস্মিক অভিযান বলে জানা যাচ্ছে ইডি সূত্রে।

Published on: Jul 22, 2022 03:47 PM