West Bengal BJP: বাংলায় শুভেন্দুদের ওপর ছড়ি ঘোরাবেন নতুন নেতা, কে এই নতুন মুখ?

West Bengal BJP: বাংলায় শুভেন্দুদের ওপর ছড়ি ঘোরাবেন নতুন নেতা, কে এই নতুন মুখ?

আসাদ মল্লিক

|

Updated on: Jul 22, 2022 | 1:27 PM

গোয়ায় সতীশের একচ্ছত্র হুকুমজারিতে নাকি রীতিমতো বিরক্ত হয়ে উঠেছিলেন পদ্ম কর্মীরা, আর তাই নাকি বদলি বঙ্গে। বঙ্গ বিজেপির সহকারী সাধারণ সম্পাদকের ভূমিকাতেও কি সফল হবেন সতীশ? এখন প্রশ্ন একটাই।

কলকাতা: একুশে জুলাই, তৃণমূলের শহিদ দিবসের দিনেই বড় ধাক্কা শুভেন্দু-সুকান্তদের! অমিতাভ চক্রবর্তী, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার শিবিরের ডানা ছাঁটল দিল্লি। এবার থেকে অমিতাভর সঙ্গে বিজেপির দায়িত্ব সামলাবেন সতীশ ধনদ। গোয়া বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক ছিলেন তিনি। দলে অমিতাভ শিবিরের একাধিপত্য এবং গোষ্ঠীকোন্দলে লাগাম পরাতেই এই সিদ্ধান্ত বলে মত রাজনৈতিক মহলের।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই ত্রিমূর্তির ডানা ছাঁটা হয়েছে বলে খবর। আদতে বিধানসভা ভোটে লক্ষ্যমাত্রার ধারে কাছেও পৌঁছতে পারেনি বঙ্গ বিজেপি। তারপর পুরভোট হোক বা উপনির্বাচন, ক্রমশ স্পষ্ট হয়েছে ভোট বাক্সে পদ্ম শিবিরের হতশ্রী দশা। এমতাবস্থায় একের পর এক সাংসদ, বিধায়ক দল বদলেছেন। গোদের ওপর বিষফোঁড়ার ন্যায় গজিয়ে উঠেছে গোষ্ঠীকোন্দল, যা সামলাতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব।

সাম্প্রতিক অতীতে বারবার বিতর্কে জড়িয়েছে অমিতাভ চক্রবর্তীর নাম। বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদকের (সংগঠন) বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া শিবিরের একাংশ। কেউ সরাসরি বলেছেন, কেউ আড়ালে-আবডালে। কর্মী ও জেলার নেতাদের অভিযোগের তালিকা থেকে বাদ পড়েননি সুকান্ত-শুভেন্দুর মতো নেতাও।

ইতিপূর্বে গোয়ার বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের পিছনে বড় অবদান ছিল সতীশ ধনদের। সূত্রের খবর, গোয়ায় সতীশের একচ্ছত্র হুকুমজারিতে নাকি রীতিমতো বিরক্ত হয়ে উঠেছিলেন পদ্ম কর্মীরা, আর তাই নাকি বদলি বঙ্গে। বঙ্গ বিজেপির সহকারী সাধারণ সম্পাদকের ভূমিকাতেও কি সফল হবেন সতীশ? এখন প্রশ্ন একটাই। বাইরের গেরুয়া নেতাকে এনে বাংলার রাজনীতির ধস সামাল দিতে আদৌ সক্ষম হবে শুভেন্দু-সুকান্তরা? তার উত্তর দেবে সময়ই।