SIR-র শেষ পর্যায়ে হঠাৎ ইআরও ও এইআরও-দের কড়া বার্তা কমিশনের, কী বলল?
এসআইআর প্রক্রিয়া শেষ পর্যায়ে। চলছে শুনানি পর্ব। কিন্তু, শুনানির তথ্য নিয়মিত নির্বাচন কমিশনের পোর্টালে আপডেট হচ্ছে না। এই নিয়ে এবার ইআরও এবং এইআরও-দের সতর্ক করল কমিশন। শুনানির তথ্য দৈনিক ভিত্তিতে আপলোডের জন্য নির্দেশ দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। বকেয়া তথ্য ২৬ জানুয়ারির মধ্যে ওয়েবসাইটে আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অনুসারে, শুনানির পর নিষ্পত্তি হলে সেই তথ্য ECINet পোর্টালে দেওয়ার কথা। অথচ সেটা হচ্ছে না। এর জেরে নির্বাচন কমিশনের অনুমোদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ERO ও AERO-দের উদ্দেশে একাধিক কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত সমস্ত নথি দৈনিক ভিত্তিতে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
এসআইআর প্রক্রিয়া শেষ পর্যায়ে। চলছে শুনানি পর্ব। কিন্তু, শুনানির তথ্য নিয়মিত নির্বাচন কমিশনের পোর্টালে আপডেট হচ্ছে না। এই নিয়ে এবার ইআরও এবং এইআরও-দের সতর্ক করল কমিশন। শুনানির তথ্য দৈনিক ভিত্তিতে আপলোডের জন্য নির্দেশ দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। বকেয়া তথ্য ২৬ জানুয়ারির মধ্যে ওয়েবসাইটে আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অনুসারে, শুনানির পর নিষ্পত্তি হলে সেই তথ্য ECINet পোর্টালে দেওয়ার কথা। অথচ সেটা হচ্ছে না। এর জেরে নির্বাচন কমিশনের অনুমোদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ERO ও AERO-দের উদ্দেশে একাধিক কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত সমস্ত নথি দৈনিক ভিত্তিতে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।