AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে,দেখুন শুধু

SIR: এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে,দেখুন শুধু

অবন্তিকা প্রামাণিক

|

Updated on: Dec 15, 2025 | 2:58 PM

Share

এমন ৮ লক্ষ ৭৭ হাজার ৭৩৬ ফর্ম জমা পড়েছেন। পনেরো বছরের কম বয়সী বাবার সংখ্যা ৯৫ হাজার। আর ৬ সন্তানের বাবার সংখ্যা ২৪ লক্ষ ২১ হাজার। চল্লিশ বছরেরও কম বয়সে ঠাকুরদা হয়েছেন ৩ লক্ষ ৪৫ হাজার।

রাজ্যে এসআইআর-এর প্রথম পর্ব শেষ হতেই একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য। ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলদ। সাড়ে তেরো লক্ষ ভোটারের বাবা-মা এক। বাবা-মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক ৫০ বছরের বেশি। এমন ৮ লক্ষ ৭৭ হাজার ৭৩৬ ফর্ম জমা পড়েছেন। পনেরো বছরের কম বয়সী বাবার সংখ্যা ৯৫ হাজার। আর ৬ সন্তানের বাবার সংখ্যা ২৪ লক্ষ ২১ হাজার। চল্লিশ বছরেরও কম বয়সে ঠাকুরদা হয়েছেন ৩ লক্ষ ৪৫ হাজার।