Lataguri Elephant Attack: রিসর্টে ঢুকল হাতি!
ঘটনাটি ঘটেছে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়ি একটি বেসরকারি রিসোর্টে। গভীর রাতে আচমকাই গরুমারা জাতীয় উদ্যান থেকে একটি দল ছুট হাতি রিসোর্টে ঢুকে পরে । রিসর্টের গেট ভেঙে ঢুকে পড়ে দাঁতালটি । বিশালাকার দাঁতালকে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে রিসর্টে থাকা কর্মী থেকে পর্যটকেরা।
বেসরকারি রিসোর্টে দলছুট দাতাল। আতঙ্ক ছড়ালো পর্যটকদের মধ্যে । আতঙ্কে জড়োসড়ো রিসোর্টে থাকা পর্যটকেরা। ঘটনাটি ঘটেছে লাটাগুড়ির এক বেসরকারি রিসর্টে । হাড়হিম করা সেই দৃশ্য ক্যামেরাবন্দি হলো পর্যটকদের মোবাইলে । ঘটনাটি ঘটেছে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়ি একটি বেসরকারি রিসোর্টে। গভীর রাতে আচমকাই গরুমারা জাতীয় উদ্যান থেকে একটি দল ছুট হাতি রিসোর্টে ঢুকে পরে । রিসর্টের গেট ভেঙে ঢুকে পড়ে দাঁতালটি । বিশালাকার দাঁতালকে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে রিসর্টে থাকা কর্মী থেকে পর্যটকেরা। রিসর্টে ঢুকে রিসর্টের গাছ ভেঙ্গে খায় হাতিটি। কিছুক্ষণ রিসর্টের মধ্যে ঘোরাফেরা করার পর ফের জঙ্গলে চলে যায়। রিসর্ট মালিক ও পর্যটকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলে।