Jalpaiguri News: ঘরে ঢুকল হাতি
ঘটনাটি ঘটেছে মাল মহকুমার অন্তর্গত বড় দিঘী নেপোচাপুর বস্তি এলাকায়। এদিন গভীর রাতে পার্শ্ববর্তী তারঘেরা জঙ্গল থেকে একটি দাঁতাল আচমকা ঢুকে পড়ে এলাকায় এবং হামলা চালায় পুরসা ওরাও ও পূর্ণিয়া ওরাও এর বাড়িতে। হাতি হামলা চালানোর সময় ঘরের ভেতরেই ছিল বাড়ির মালিক।
ঘটনাটি ঘটেছে মাল মহকুমার অন্তর্গত বড় দিঘী নেপোচাপুর বস্তি এলাকায়। এদিন গভীর রাতে পার্শ্ববর্তী তারঘেরা জঙ্গল থেকে একটি দাঁতাল আচমকা ঢুকে পড়ে এলাকায় এবং হামলা চালায় পুরসা ওরাও ও পূর্ণিয়া ওরাও এর বাড়িতে। হাতি হামলা চালানোর সময় ঘরের ভেতরেই ছিল বাড়ির মালিক। ঘর ভাঙ্গার শব্দ শুনে পালিয়ে বাজে বাড়ির মালিক। হাতিটি পরপর দুটি বাড়িতে হামলা চালায় এবং ঘরের মধ্যে মজুদ করে রাখা খাবারের সামগ্রীসহ ধানের ডুলি ঘরের বাইরে টেনে বের করে ধান খেয়ে ফেলে। এরপর গ্রামের বাসিন্দারা পটকা ফাটিয়ে হাতি টিকে পুনরায় জঙ্গলে পাঠানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ হাতে টি এলাকায় তাণ্ডব চালানোর পর জঙ্গলে ফিরে যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বনদপ্তর এর কাছে।
Latest Videos