Cooch Behar Elephant Attack: হঠাৎ হাতি!

জানা গেছে হাতিগুলোকে সকাল ৫ টা নাগাদ এলাকায় দেখা যায় ও তারপর চিৎকার চেঁচামেচি শুরু হলে লোকজন জমতে থাকে ও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনটি হাতির মধ্যে একটি ছোট হাতি ও দুটি বড়ো হাতি ছিল । এরপর হাতিগুলো এলাকার বাসিন্দা মদন বর্মনের বাড়ি ভাঙচুর করে ও রামচন্দ্র বর্মনের কালি মন্দির ভেঙ্গে দেয় এবং হাতির আক্রমণে একটি গরু আহত হয়।

Cooch Behar Elephant Attack: হঠাৎ হাতি!
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 5:38 PM

জানা গেছে হাতিগুলোকে সকাল ৫ টা নাগাদ এলাকায় দেখা যায় ও তারপর চিৎকার চেঁচামেচি শুরু হলে লোকজন জমতে থাকে ও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনটি হাতির মধ্যে একটি ছোট হাতি ও দুটি বড়ো হাতি ছিল । এরপর হাতিগুলো এলাকার বাসিন্দা মদন বর্মনের বাড়ি ভাঙচুর করে ও রামচন্দ্র বর্মনের কালি মন্দির ভেঙ্গে দেয় এবং হাতির আক্রমণে একটি গরু আহত হয়। খবর পেয়ে বনদফতরের কর্মীরা আসে ও হাতিগুলোকে দোলং চা বাগান দিয়ে চিলাপাতা ফরেস্টে নিয়ে যায়। এরপর এলাকায় আতঙ্ক কিছুটা প্রসমিত হয়। প্রসঙ্গত চিলাপাতা থেকে কিছুদিন পরপর এই হাতি কিংবা বাইসন এইসব এলাকায় ঢুকে পড়ছে। এলাকার লোকজন অবশ্য এরজন্য চোরাকারবারী ও বনসমম্পদ কমে যাওয়ায় কারণকেই দায়ী করেছেন।

Follow Us: