Alipurduar News: ট্রেনের ঠিক কাছে হাতি…

চালকের ততপরতায় বাঁচল বুনোহাতি।পরপর দুটি ঘটনায় রক্ষা পেয়েছে বুনোহাতি।আপ লাইট ইঞ্জিনের কাজ করার সময় শিলিগুড়ি, এলার্ট এলপি এবং এএলপি শ্রী এম.এস. রাও ও পি. গোস্বামী লক্ষ্য করলেন যে একটি বন্য হাতি আজ সকাল 06.22 মিনিটে চালসা - নাগরাকাটার মধ্যে 70/9 কিমি ট্র্যাক অতিক্রম করছে এবং ট্রেনটিকে নিয়ন্ত্রণ করে এটিকে বাঁচিয়েছে।

Alipurduar News: ট্রেনের ঠিক কাছে হাতি...
| Edited By: | Updated on: Sep 12, 2023 | 8:30 PM

চালকের ততপরতায় বাঁচল বুনোহাতি।পরপর দুটি ঘটনায় রক্ষা পেয়েছে বুনোহাতি।আপ লাইট ইঞ্জিনের কাজ করার সময় শিলিগুড়ি, এলার্ট এলপি এবং এএলপি শ্রী এম.এস. রাও ও পি. গোস্বামী লক্ষ্য করলেন যে একটি বন্য হাতি আজ সকাল 06.22 মিনিটে চালসা – নাগরাকাটার মধ্যে 70/9 কিমি ট্র্যাক অতিক্রম করছে এবং ট্রেনটিকে নিয়ন্ত্রণ করে এটিকে বাঁচিয়েছে। বেশ কিছুক্ষন ট্রেন দাঁড়িয়ে থাকে।বুনোহাতি টি জঙ্গলে চলে গেলে ট্রেন চলতে শুরু করে। অপর আরেকটি ঘটনায়, এলার্ট লোকো পাইলট ও সহকারী। lP শ্রী সুভাষ কে. দাস এবং সুদেব নাথ দেখতে পান যে একটি হাতি 75741 শিলিগুড়ি-ধুবরি ডেমু কাজ করার সময় চালসা-নাগরাকাটার মধ্যে KM 71/0-1-এ ট্র্যাকে দাঁড়িয়ে আছে এবং সময়মত ট্রেন থামিয়ে হাতিকে রক্ষা করে লোকো পাইলট।এটি প্রমান করে কিভাবে লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলটরা ঝুঁকিপূর্ণ কাজ করে বুনো হাতিদের আলিপুরদুয়ার-শিলিগুড়ি বিভাগে বন্য প্রাণীদের মূল্যবান জীবন বাঁচাতে প্রস্তুত। উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গেছে,গত কয়েক মাসে আলিপুরদুয়ার জংশন শিলিগুড়ি ১৬২ কিমি রেলপথে ৪ টি অভয়ারণ্যে রয়েছে।এই রুটে বুনোহাতি রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেন চালকের ততপরতায় বেঁচে যাচ্ছে।

Follow Us: