Elon Musk Twitter: টুইটারে নতুন সিইও! উদ্দেশ্য ছিল একটাই টুইটার ২.০ গড়ে তুলতে হবে…
Twitter: টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন এলন মাস্ক। কে হবে নতুন সিইও? এই নিয়ে নানা জল্পনা শুরু হয়। সব জল্পনার শেষে লিন্ডা ইয়াক্কারিনোর নাম উঠে এসেছে। উদ্দেশ্য ছিল একটাই টুইটার ২.০ গড়ে তুলতে হবে।
টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন এলন মাস্ক। কে হবে নতুন সিইও? এই নিয়ে নানা জল্পনা শুরু হয়। সব জল্পনার শেষে লিন্ডা ইয়াক্কারিনোর নাম উঠে এসেছে। উদ্দেশ্য ছিল একটাই টুইটার ২.০ গড়ে তুলতে হবে। পরাগ আগারওয়ালকে ছাঁটাই করেছিলেন এলন মাস্ক। তারপর থেকেই এলন মাস্ক টুইটারের সিইও পদে ছিলেন। বর্তমানে এলন মাস্ক সবথেকে ধনী ব্যক্তির তকমা পেয়েছেন। লিন্ডা ইয়াক্কারিনো যোগ দিয়েছিলেন ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানিতে। এর আগে তিনি 19 বছর কাজ করেছিলেন টার্নার এন্টারটেইনমেন্ট কোম্পানিতে। তাঁর লিবারাল আর্টস এবং টেলিকমিউনিকেশন বিষয়ে ডিগ্রী আছে। টেলিভিশন শিল্পে তাঁর অনেক দক্ষতা ছিল। রাজনীতি বিষয়ক তাঁর অশেষ জ্ঞান আছে। ডোনাইট ট্রাম্পের সঙ্গে তিনি বিভিন্ন কাজ করেছেন। লিন্ডার অ্যাডভাইজার পদ সামলাবেন বেনরক।

