Virat Kohli News: বিশ্বকাপ প্রস্তুতির মাঝেই তড়িঘড়ি বাড়িতে বিরাট, কেমন আছেন অনুষ্কা?

Virat Kohli News: বিশ্বকাপ প্রস্তুতির মাঝেই তড়িঘড়ি বাড়িতে বিরাট, কেমন আছেন অনুষ্কা?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Oct 02, 2023 | 11:49 PM

ভারতীয় ক্রিকেটমহলে বিশ্বকাপ নিয়ে এখন ব্যস্ততা। দিনরাত প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির মাঝেই জরুরি বিমানে মুম্বই চলে আসতে কেন বাধ্য হলেন বিরাট কোহলি? তাঁর চলে আসার কারণ হিসেবে বিরাট বলেছেন ‘পার্সোন্যাল এমার্জেন্সি’ , অর্থাৎ ব্যক্তিগত কারণ ঘটেছে।

কেমন আছেন অনুষ্কা?
ভারতীয় ক্রিকেটমহলে বিশ্বকাপ নিয়ে এখন ব্যস্ততা। দিনরাত প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির মাঝেই জরুরি বিমানে মুম্বই চলে আসতে কেন বাধ্য হলেন বিরাট কোহলি? তাঁর চলে আসার কারণ হিসেবে বিরাট বলেছেন ‘পার্সোন্যাল এমার্জেন্সি’ , অর্থাৎ ব্যক্তিগত কারণ ঘটেছে। এই পর থেকেই আরও জোরালো হয়েছে অনুষ্কার দ্বিতীয়বার প্রেগন্যান্সির রটনা। অনুরাগীদের প্রশ্ন, ‘অনুষ্কা ঠিক আছেন তো?’

শাহরুখকে কটাক্ষ
শাহরুখ খানের ছবি কি পছন্দ হয়নি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর? সম্প্রতি তিনি বলেছেন, “যা যা ছবি ওর বেরিয়েছে, ওই ‘পাঠান’ ও ‘জওয়ান’ আমি দেখেছি, কিন্তু আমার সুপারফিসিয়াল লেগেছে। অ্যাকশন ছবি হিসেবে ঠিক আছে। কিন্তু যদি সিনেমার তৈরির মাপকাঠি হিসেবে ওই ছবিগুলিকে ধরা হয় তবে আমি তার সঙ্গে সহমত হব না। আমার এতে সমস্যা আছে।”

এ কী বললেন বিবেক?
অভিনেত্রী আলিয়া ভাট ও কঙ্গনা রানাওয়াতকে নিয়ে একসঙ্গে ছবি বানাবেন? প্রশ্ন শুনেই চমকে উঠলেন দ্য কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। প্রকাশ্যেই বললেন, ‘এমন ভাবনা আসলে আমি মরেই যাব। তাই বলে ওদের প্রতি আমার কোনও অনুভূতি নেই এমনটা নয়।’

কেন চুপ আদাহ?
দ্য ভ্যাকসিন ওয়ার ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি কেমন লেগেছে? প্রশ্ন করায় দ্য কেরালা স্টোরি খ্যাত অভিনেত্রী আদাহ শর্মা বললেন, তিনি এই বিষয় কিছু বলতে চান না। তবে কি বিবাদ? না, অভিনেত্রী স্পষ্ট করে বললেন, কোনও ছবি না দেখে তা নিয়ে মন্তব্য করাটা আমার সঠিক বলে মনে হয় না। এই ছবিটা আমি এখনও দেখে উঠতে পারিনি।

শর্মিলার ভয়…
ভিনধর্মে বিয়ে? রীতিমত কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে। ভারতীয় ক্রিকেটার টাইগার তথা মনসুর আলি খান পাতৌদিকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শর্মিলা। তারপর থেকেই উড়েছিল রাতের ঘুম। একের পর এক হুমকি। যদিও নিজের সিদ্ধান্ত থেকে বিন্দুমাত্র সরে দাঁড়াননি অভিনেত্রী।

সত্যি কি বিচ্ছেদ?
বেশ কয়েকমাস হল বিভিন্ন মহলে জল্পনা তুঙ্গে, আলাদা হয়েছে নাকি অভিনেত্রী মালাইকা আরোরা ও অভিনেতা অর্জুন কাপুরের পথ। কিন্তু না, বাস্তবের ছবিটা এমন নয়। সম্প্রতি দেখা গেল এই জুটিকে ডিনার ডেটে। রেস্তোরাঁ থেকে তাঁদের বেরতে দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলল ভক্তরা।

বিপাশার ক্রীতদাস?
অভিনেত্রী বিপাশা বসুর প্রাধান্যের তালিকায় প্রথম তিন স্থানে কে জানেন? সেই তালিকায় দেবী রয়েছে প্রথমে, দ্বিতীয় স্থানে তিনি নিজে আর তৃতীয় স্থানে রয়েছে তাঁর স্বামী করণ সিং গ্রোভার। বিপাশার এই তালিকা দেখেই খানিক রসিকতা করে করণ বলেন, “আমি আসলে একজন ক্রীতদাস, যার আগে প্রভু একজনই ছিল। কিন্তু মেয়ে আসার পর এখন আমার দুইজন প্রভু হয়ে গিয়েছে।”

আবিরকে দেখে মুগ্ধ
অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে অনুরোধ জানানো হয়, মিমি চক্রবর্তীর কোমর ধরে ছবি তোলার জন্য। মিমির কোমরের কাছে হাত পৌঁছেছিল তাঁর। তবে তা নেহাতই পোজ। এক পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে যে ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের বক্তব্য, “আপনি এত ভদ্র মানুষ! আপনাকে দেখলে সত্যিই শ্রদ্ধা আসে।”

বিয়ে করলেন মাহিরা
ফের বিয়ে করলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। বলি-বাদশাহ শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। প্রথম বিয়ে ভেঙেছিল। এবার প্রেমিক সালিম কারিমের গলায় মালা দিলেন তিনি। অত্যন্ত জাঁকজমকের সঙ্গে বিয়ে করলেন মাহিরা।