Nayanthara: ঘর ভাঙার অপবাদ নয়নতারার বিরুদ্ধে
'জওয়ান'-এর জন্য চর্চায় দক্ষিণী সুপারস্টার নয়নতারা। দুই সন্তানের জননী নয়নতারা। স্বামী বিজ্ঞেশ শিবানের সঙ্গে সুখী ঘরকন্না নয়নতারার। কিন্তু অতীতে এই লেডি সুপারস্টারের জীবনেও সম্পর্কের কারণে ঝড় ওঠে। ঘর ভাঙার অপবাদে তাঁর বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ হয়।
‘জওয়ান’-এর জন্য চর্চায় দক্ষিণী সুপারস্টার নয়নতারা। দুই সন্তানের জননী নয়নতারা। স্বামী বিজ্ঞেশ শিবানের সঙ্গে সুখী ঘরকন্না নয়নতারার। কিন্তু অতীতে এই লেডি সুপারস্টারের জীবনেও সম্পর্কের কারণে ঝড় ওঠে। ঘর ভাঙার অপবাদে তাঁর বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ হয়। প্রতিবাদ করে কিছু মহিলা সংগঠন। নয়নতারা কখনওই ভাবেননি তিনি অভিনেত্রী হবেন। তখন মডেলিং করতেন।
২০০৯ এ জোর গুঞ্জন প্রভুদেবার সঙ্গে সম্পর্কে নয়নতারা। ২০১০এ প্রভু নিজে স্বীকার করেন সম্পর্কের কথা। তখন বিবাহিত প্রভু ৩ সন্তানের জনক। প্রভু তাঁর স্ত্রী লতার কাছে ডিভোর্সও চান। স্ত্রী লতা মামলা করলেও ২০১০ এই বিচ্ছেদ হয় লতা ও প্রভুর। বিচ্ছেদের দায়ে সমাজের চোখে ভিলেন হন নয়নতারা। তাঁর দিকে ধেয়ে আসে নিন্দা ও সমালোচনার ঝড়। লিভ ইন করছিলেন নয়নতারা ও প্রভুদেবা। নয়নতারাকে কিছুতেই বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করলেন না প্রভু। নিরাশ হয়ে ধীরে ধীরে প্রভুর সম্পর্ক থেকে বেরিয়ে আসেন নয়নতারা।