Hrithik Roshan News: হৃত্বিকের মনে নেই সুখ
জীবনের উত্থান পতনের সাক্ষী হৃত্বিক রোশন। ছোট থেকে হৃত্বিক শুনেছিলেন সাফল্য সুখ আনে। সুখের খোঁজের তীব্রতা তাঁকে তাড়িয়ে বেড়াত। তাঁর প্রথম ছবি 'কহো না পেয়ার হ্যায়' সুপারহিট হয়। জীবন বদলায় না হৃত্বিকের।
জীবনের উত্থান পতনের সাক্ষী হৃত্বিক রোশন। ছোট থেকে হৃত্বিক শুনেছিলেন সাফল্য সুখ আনে। সুখের খোঁজের তীব্রতা তাঁকে তাড়িয়ে বেড়াত। তাঁর প্রথম ছবি ‘কহো না পেয়ার হ্যায়’ সুপারহিট হয়। জীবন বদলায় না হৃত্বিকের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন হৃত্বিক। ‘কহো না পেয়ার হ্যায়’ এ ডবল রোল ছিল হৃত্বিকের। ২০০০ এর ব্লক বাস্টার হিট ছবিতে হৃত্বিকের বিপরীতে ছিলেন আমিশা পাটেল।
নিজের শারীরিক সমস্যা, বিবাহ বিচ্ছেদ হৃত্বিককে বুঝিয়েছে। সাফল্যে নয়, সুখের সুলুক আছে ছোটখাটো বিষয়ে। এই উপলব্ধিটাও একটা অভ্যাস। ‘কহো না পেয়ার হ্যায়’ এর সাফল্যের পর প্রেমিকা সুজান খানকে বিয়ে করেন হৃত্বিক রোশন। বিবাহবিচ্ছেদও ঘটে সুজান হৃত্বিকের। বহু ছবিতে অভিনয় করেছেন হৃত্বিক। কিছু চলেছে কিছু ছবি চলেনি। কিন্তু জীবন বদলায়নি। হৃত্বিকের দুই ছেলে হৃহান ও হৃদান। সম্প্রতি সাবা আজাদের সঙ্গে সম্পর্কে মেতেছেন হৃত্বিক রোশন।