AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Satyajit Ray: সত্যজিতের সৃষ্টি ফিরে দেখা...

Satyajit Ray: সত্যজিতের সৃষ্টি ফিরে দেখা…

আসাদ মল্লিক

|

Updated on: May 12, 2023 | 9:51 AM

Share

Satyajit Ray: সত্যজিতের ২৫টি ছবির মুহূর্ত, চরিত্রের হাতে আঁকা ছবি আর সঙ্গীত নিয়ে এই ভিডিয়োর পরিকল্পনা করেন উদ্যোগপতি কেতন সেনগুপ্ত। সঙ্গীত এবং ছবিগুলির অ্যানিমেশন করে প্রায় তিন মাসের পরিশ্রমে তৈরি হয়েছে তিন মিনিটের এই ভিডিয়ো।

সত্যজিতের ২৫টি ছবির মুহূর্ত, চরিত্রের হাতে আঁকা ছবি আর সঙ্গীত নিয়ে এই ভিডিয়োর পরিকল্পনা করেন উদ্যোগপতি কেতন সেনগুপ্ত। সঙ্গীত এবং ছবিগুলির অ্যানিমেশন করে প্রায় তিন মাসের পরিশ্রমে তৈরি হয়েছে তিন মিনিটের এই ভিডিয়ো। বৃহস্পতিবার সত্যজিতের বাসভবন বিশপ ল্লেফ্রয় রোডে পরিচালক সন্দীপ রায়ের হাতে উদ্বোধন হল ভিডিয়োটির। কেতন বাবুর কনসেপ্টের এই ভিডিয়োর জন্য ছবি এঁকেছেন একতা। সত্যজিতকে ধ্রুবতারা করে ডিজাইনিংয়ে আসেন একতা। তাঁর কাছে এই কাজের সুযোগ পাওয়া যেন এক পরম প্রাপ্তি।সম্প্রতি একটি ওটিটিতে এসেছে সত্যজিতের গ্যাংটকে গণ্ডগোল গল্পের ওপরে তৈরি অরিন্দম শীলের ওয়েব সিরিজ সাবাস ফেলুদা। সেই সিরিজ নিয়ে নানা সমালোচনার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়। সরব বাঙালি সত্যজিৎপ্রেমিরাও। সন্দীপ রায় বলছেন সিনেমার কারণে সাহিত্য নির্ভর ছবিতে অনেক সময়ে বদলায় গল্প। কিন্তু তা যেন কখনওই গল্পের মূল ভাবনাকে আঘাত না করে।