AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri Cobra Recovery: গায়ে কেরোসিন, তারপর...

Jalpaiguri Cobra Recovery: গায়ে কেরোসিন, তারপর…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 06, 2023 | 4:33 PM

Share

জলপাইগুড়ির কালিয়াগঞ্জ এলাকায় কেরোসিনে চুবে জ্বালা যন্ত্রনায় খাবি খাচ্ছিল একটি গোখরো সাপ। প্রান বাঁচাতে আশ্রয় নিয়েছিলো ঘরের কোণে। উদ্ধার করে কস্টিক জলে স্নান করিয়ে সুস্থ করে তাকে ফের পরিবেশে ফিরিয়ে দিলেন পরিবেশ কর্মীরা।

মঙ্গলবার রাতে জলপাইগুড়ি কালিয়াগঞ্জ এলাকার এক বাসিন্দার ঘরে ঢুকে গিয়েছিল একটি গোখরো সাপ। ভয় পেয়ে বাড়ির লোক তার গায়ে প্রায় লিটার দুয়েক কেরোসিন তেল ঢেলে দেয়। আর এরপর শুরু হয় সাপটির জ্বালাযন্ত্রনা। তারপর ছটফট করতে করতে লুকিয়ে যায় ঘরের কোনে। বিপাকে পড়ে যান বাড়ির লোকেরা। এরপর তারা খবর দেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। খবর পেয়ে তিনি আসেন। এরপর সাপটিকে উদ্ধার করে প্রথমে তিনি কস্টিক জলে স্নান করান। এরপর সাপটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে। তারপর বেশ কিছুক্ষন পর্যবেক্ষণের পর সাপটিকে তিনি উপযুক্ত পরিবেশে ছেড়ে দেন। বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন এটি একটি পূর্ন বয়স্ক গোখরো সাপ ছিলো। গায়ে কেরোসিন তেল ঢেলে দেওয়ায় তার গায়ে বিষক্রিয়া হয়। তাতেই জ্বালা যন্ত্রনা হচ্ছিলো। আমি তাকে শুশ্রূষা করবার পাশাপাশি ওই বাড়িতে সচেতনতা প্রচার চালাই।