SIR নিয়ে বিরাট সিদ্ধান্ত, লিখিত মুচলেকা দিতে হবে ERO-দের
Dead voter in List: একাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে, বাবা-মায়ের নথির সঙ্গে ছেলে-মেয়ের তথ্যের মিল পাওয়া যাচ্ছে না। আবার কোথাও অন্য ভোটারের সঙ্গে মিলে যাচ্ছে। এই সমস্ত অভিযোগ পেয়েই এবার কড়া অবস্থান কমিশনের।
মৃত ভোটারদের নিয়ে চাপ বাড়াল কমিশন। তালিকায় মৃত ভোটার নেই, এই মুচলেকা দিতে হবে ইআরও-দের। নির্ভুল তালিকা নিয়ে এখনও সন্দিহান কমিশন। এখনও ভোটারের তালিকা নিয়ে সন্দেহ, তাই ঊর্ধ্বতন অফিসারদের উপরে চাপ বাড়াচ্ছে নির্বাচন কমিশন। একাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে, বাবা-মায়ের নথির সঙ্গে ছেলে-মেয়ের তথ্যের মিল পাওয়া যাচ্ছে না। আবার কোথাও অন্য ভোটারের সঙ্গে মিলে যাচ্ছে। এই সমস্ত অভিযোগ পেয়েই এবার কড়া অবস্থান কমিশনের। ইআরও-দের লিখিত মুচলেকা দিতে হবে যে তৈরি তালিকায় কোনও মৃত ভোটার নেই।
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
