Ganga Erosion: বিঘের পর বিঘে জমি কীভাবে গঙ্গা খাচ্ছে ভিডিয়োয় দেখুন
ইতিমধ্যে কয়েক মিটার গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। বুধবার সকাল থেকে ভাঙন শুরু হয়েছে ওই এলাকায়। গঙ্গা ভাঙনে এর আগে তলিয়ে গেছে সামশেরগঞ্জে বিঘার পর বিঘার জমি। এবার ফারাক্কায় পাথর দিয়ে বাঁধানো অংশ ভাঙনের কবলে।
নতুন করে গঙ্গা ভাঙনে আতঙ্ক সৃষ্টি হল মুর্শিদাবাদের ফরাক্কাতে। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে ব্রাহ্মণগ্রাম এলাকায় গঙ্গা তিরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। যার জেরে আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে। ভয়ে কার্যত টতস্ত স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে কয়েক মিটার গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। বুধবার সকাল থেকে ভাঙন শুরু হয়েছে ওই এলাকায়। গঙ্গা ভাঙনে এর আগে তলিয়ে গেছে সামশেরগঞ্জে বিঘার পর বিঘার জমি। এবার ফারাক্কায় পাথর দিয়ে বাঁধানো অংশ ভাঙনের কবলে।
