Esha Deol: বাবার লিপলকে অস্বস্তি এষার?
করন জোহরের রকি অউর রানি কি প্রেম কহানি এখন চর্চায়। ধর্মেন্দ্র ও শাবানা আজমি বহুদিন বাদে জুটিতে অভিনয় করেছেন এই ছবিতে। ছবিতে প্রেম, বিচ্ছেদ, বিরহ, আশা ও আকাঙ্ক্ষা পরতে পরতে বোনা। এই ছবির একটি দৃশ্য নিয়ে তুমুল শোরগোল।
করন জোহরের রকি অউর রানি কি প্রেম কহানি এখন চর্চায়। ধর্মেন্দ্র ও শাবানা আজমি বহুদিন বাদে জুটিতে অভিনয় করেছেন এই ছবিতে। ছবিতে প্রেম, বিচ্ছেদ, বিরহ, আশা ও আকাঙ্ক্ষা পরতে পরতে বোনা। এই ছবির একটি দৃশ্য নিয়ে তুমুল শোরগোল। ধর্মেন্দ্র ও শাবানা আজমির চুমু খাওয়ার দৃশ্য। এই ছবিতে ঠোঁটে ঠোঁট রেখে গাঢ় চুম্বন করতে দেখা যায় ধর্মেন্দ্র ও শাবানাকে। দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। এই সাহসী দৃশ্য দেখে কেউ বলছে ছিঃ ছিঃ কেউ বলছে বেশ।
কী বলছেন ধর্মেন্দ্রর পরিবারের লোকজন। এ বিষয়ে বিতর্ক না করে সাবলীল স্ত্রী হেমা। তিনি বলছেন অভিনেতারা চরিত্র ফুটিয়ে তুলতে অনেক কিছুই করেন। তবে কখনওই নিজের সীমা লঙ্ঘন করেন না। ধর্মেন্দ্রর কন্যা এষা দেওল বলছেন প্রেম বা চুম্বনের কোনও বয়স হয় না। তাঁর বাবা কুল, হ্যান্ডসাম ও স্বভাব রোমান্টিক। এষা বলছেন সায়েরি করা বা কবিতা বলা ধর্মেন্দ্রর ক্ষেত্রে স্বাভাবিক। শাবানা আজমির ভূয়সী প্রশংসা করেছেন ধর্মেন্দ্র তনয়া। তিনি জয়া বচ্চনের প্রশংসাতেও পঞ্চমুখ। তবে দর্শক হিসাবে এই ছবির কিছুটায় অল্প বিস্তর অস্বস্তি আছে তাঁর। কারণ হাজার হোক তিনি ধর্মেন্দ্রর মেয়ে। রকি অউর রানি কি প্রেম কহানিতে সুপারস্টার ধর্মেন্দ্রর বিপরীতে সত্তর আশির হটস্টার শাবানা। দুই প্রবীণ অভিনেতার অভিনয় মন জয় করেছে দর্শকদের।