Banarhat News: বেহালার ঘটনায়ও হুঁশ ফেরেনি!
বেহালার দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর পর গোটা রাজ্যে পুলিশ প্রশাসন যখন নড়ে চড়ে বসেছে এবং ব্যবস্থা নিতে শুরু করেছে,তখন ভিন্ন ছবি ডুয়ার্সের বানারহাটে। জাতীয় সড়কের পাশে থাকা স্কুল গুলির সামনে দেখ মিল্ল না পুলিশের।
বেহালার দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর পর গোটা রাজ্যে পুলিশ প্রশাসন যখন নড়ে চড়ে বসেছে এবং ব্যবস্থা নিতে শুরু করেছে,তখন ভিন্ন ছবি ডুয়ার্সের বানারহাটে। জাতীয় সড়কের পাশে থাকা স্কুল গুলির সামনে দেখ মিল্ল না পুলিশের। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। কর্তব্যের গাফিলতির ছবি ধরা পরল আমাদের ক্যামেরায়।যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে পড়ুয়াদের মধ্যে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। সেই সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে আইন মোতাবেক। এদিকে Tv9 বাংলার ক্যামেরা দেখতেই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একসেভিক ভলেন্টিয়ার প্রায় আধাঘন্টা পর দৌড়াতে দৌড়াতে আসেন। আমাদের দেখে লুকিয়ে যাওয়ার চেষ্টাও করেন পরে ক্যামেরার সামনে ধরলে অপ্রস্তুত হয়ে বলেন বাথরুম করতে গিয়েছিলাম।যদিও পড়ুয়াদের দাবি কোনো পুলিশ কর্মী সকাল থেকে ছিল না স্কুলের সামনে। স্বাভাবিক ভাবে প্রশ্ন উটচ্ছে তাহলে কি লোক দেখানো পুলিশি তৎপরতা? বেহালার ঘটনার পুনরাবৃত্তি ঘটলেই কি হুশ ফিরবে পুলিশ প্রশাসনের? রাস্তার দু’ধারে দাঁড়িয়ে রয়েছে সারি সারি গাড়ি মানুষের চলাচলের রাস্তা দখল করে। স্কুলের পড়ুয়ারা জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করছে ৩১ নম্বর জাতীয় সড়ক।বানারহাট থেকে বিন্নাগুরি গামী ৩১ নম্বর জাতীয় সড়কের এমনই ছবি। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। কবে হুশ ফিরবে প্রশাসনের উঠছে প্রশ্ন। দেখা নাই রাস্তায় পুলিশের।