আমার ভিডিয়ো দেখে কেশব দে-কে চিনতে পেরেছে লোকজন: স্যান্ডি

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Updated on: Jul 17, 2021 | 7:15 PM

স্যান্ডি সাহা এক্সক্লুসিভ। পর্ব- ১।

লোক লজ্জার বালাই নেই। মুখে দেদার গালাগাল। তাঁকে পছন্দ করতে পারেন বা না করতে পারেন কিন্তু উপেক্ষা করতে পারবে না। স্যান্ডি সাহা। ভাল নাম সন্দীপ। অভিনেতা অঙ্কুশ হাজরা করে দিয়েছেন তাঁকে ব্লক। গায়ক কেশব দের সঙ্গে ‘ছত্তিশ কা আখড়া’। এখন নাকি নাইটি বউদির রমরমা বাজার। সব ঠাকুরপোদের ঘরে ঢোকাচ্ছেন তিনি। কাউকে ছাড়ছেন না একবারের জন্যও। এমনকি অভিনেতা যশকেও চুমু খেয়েছেন বউদি। বউদিকেও চাকুম চুমু খেয়েছেন যশ। নিজের সেক্সুয়ালিটি নিয়েও সোজাসাপ্টা স্যান্ডি। ঠোঁটকাটা স্যান্ডির দুই রূপের মুখোমুখি Tv9 বাংলার প্রতিনিধি। ক্যামেরা চোখে সাক্ষী থাকলেন নন্দন পাল।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla