জীবনের প্রতিকূলতা জয় করে সাফল্য ছিনিয়ে আনেন যে সব নারীরা তাঁদের স্বীকৃতি দেয় এই টেলিভিশন শো। শুটিংয়ের ফাঁকে শরণ্যা কথা বললেন টিভি নাইন বাংলা ডিজিটালের সঙ্গে। আগে পিছনে অনেকে কটূক্তি করতেন শরণ্যাকে। অনেকে ভাবতেন সে পাগল তার মানসিক রোগ হয়েছে বলছিলেন শরণ্যা। তবে রেজাল্ট বেরোনোর পর এখন পরিস্থিতি অনেকটা বদলেছে। মেধার জোরে শরণ্যা প্রমাণ করতে পেরেছে একজন ট্রান্স মানুষও পারে