সিপিএম হবেন দেবাংশু!
"বিশ্বাসঘাতকরা দলে ফিরলে, প্রতিবাদের তীরটা উঠবে প্রথম আমার দিক থেকেই," এমনটাই বলেছিলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। মুকুল রায়ের তৃণমূলে ফেরা নিয়ে তাঁর কী প্রতিক্রিয়া?
সোজা ১৮০ ডিগ্রি পাল্টি? মুকুল রায় আর ‘বিশ্বাসঘাতক’ নন? বিতর্কের মধ্যেই এবার শুভেন্দু অধিকারী নিয়েও মন্তব্য! ‘পরোপকারী দল’, সিপিএম হবেন দেবাংশু। শতরূপকে পাল্টা, নাকি সত্যি সত্যি বামপন্থী হতে চান দেব?
“বিশ্বাসঘাতকরা দলে ফিরলে, প্রতিবাদের তীরটা উঠবে প্রথম আমার দিক থেকেই,” এমনটাই বলেছিলেন তিনি। তৃণমূলের মুখপাত্র তথা যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। মুকুল রায়ের তৃণমূলে ফেরা নিয়ে তাঁর কী প্রতিক্রিয়া? তবে কি মুকুল দলের কাছে বিশ্বাসঘাতক ছিলেন না? কী বললেন তিনি?
Published on: Jun 17, 2021 04:36 PM
Latest Videos