আবারও গাদা-গাদা বিস্ফোরক উদ্ধার ফরিদাবাদ থেকে
বিশেষজ্ঞরা যদিও বলছেন, এই বারুদ মূলত বিয়েবাড়িতে বাজিতে ফাটানোর জন্যই ব্যবহৃত হয়। ঘটনায় গ্রেফতার ২ জন। জানা গিয়েছে, যে বাড়ি থেকে এই বিস্ফোরক মিলেছে তা মুকেশ বাল্লা নামে এক ব্যক্তির বাড়ি। তাঁর বিভিন্ন সেক্টরে আরও বাড়ি আছে। যা তিনি ভাড়া দিয়ে রেখেছিলেন।
ফের বিস্ফোরক উদ্ধার। গতকাল দিল্লিতে বিস্ফোরণ ঘটেছিল। তারপর আজ ফের ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকের হদিশ মিলল। সেক্টর ৫৬ থেকে এই বিস্ফোরক উদ্ধার। গত দুদিনে প্রায় ২,৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক উদ্ধার। বিশেষজ্ঞরা যদিও বলছেন, এই বারুদ মূলত বিয়েবাড়িতে বাজিতে ফাটানোর জন্যই ব্যবহৃত হয়। ঘটনায় গ্রেফতার ২ জন। জানা গিয়েছে, যে বাড়ি থেকে এই বিস্ফোরক মিলেছে তা মুকেশ বাল্লা নামে এক ব্যক্তির বাড়ি। তাঁর বিভিন্ন সেক্টরে আরও বাড়ি আছে। যা তিনি ভাড়া দিয়ে রেখেছিলেন।

