AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saokat Molla: সন্দেশখালির মানুষ ওকে ছিঁড়ে ফেলে দেয় কিনা সন্দেহ: শওকত

Saokat Molla: সন্দেশখালির মানুষ ওকে ছিঁড়ে ফেলে দেয় কিনা সন্দেহ: শওকত

TV9 Bangla Digital

| Edited By: সোমনাথ মিত্র

Updated on: Jun 09, 2025 | 3:15 PM

সন্দেশখালির ন্যাজাটে ২০১৯ সালের ৩ হিন্দুর পিটিয়ে খুনের বর্ষপূর্তিতে ফের শাজাহান শেখের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার কানমারির ভারত সেবাশ্রম সংঘের মাঠে কাল্টুরা আনতে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় একযোগে হওয়ার আহ্বান জানান তিনি । শুভেন্দু বলেন, “নিশ্চিন্ত থাকুন শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে।… কানমারি হত্যার বদলা নেব নেব নেব। শুধু […]

সন্দেশখালির ন্যাজাটে ২০১৯ সালের ৩ হিন্দুর পিটিয়ে খুনের বর্ষপূর্তিতে ফের শাজাহান শেখের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার কানমারির ভারত সেবাশ্রম সংঘের মাঠে কাল্টুরা আনতে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় একযোগে হওয়ার আহ্বান জানান তিনি ।

শুভেন্দু বলেন, “নিশ্চিন্ত থাকুন শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে।… কানমারি হত্যার বদলা নেব নেব নেব। শুধু ভাগ হবেন না আমার হিন্দুরা।… তিন বার সরবেড়িয়ায় ওর বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, খাইয়েছি।”

তিনি সতর্ক করে দেন, “কাদের মোল্লা যে গর্তে তুমি থাকো না কেন, তোমাকে টেকে বার করে আইনের সাজা দেব।” এর পাশাপাশি তিনি দাবি করেন, “তৃণমূলকে ক্ষমতায় রাখলে হিন্দুদের ফের উদ্বাস্তু হতে হবে”—এবার সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজ্য থেকে দলকে উৎখাত করতে হবে।

এদিকে শুভেন্দুর মন্তব্যের পাল্টা দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বললেন, “সন্দেশখালির মানুষ ওকে ছিঁড়ে ফেলে দেয় কিনা সন্দেহ।” আর কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো